Bangla

রেড কার্পেট

সাদা ও সবুজ কালার কম্বিনেশনের গাউনে রেড কার্পেটে হাজির হন উর্বশী।

Bangla

সাদা গাউন

পোশাকের সঙ্গে নিয়েছিলেন আকর্ষণীয় ব্যাগ।

Image credits: Getty
Bangla

কান ফিল্ম ফেস্টিভ্যাল

এদিন উর্বশীর লিপস্টিক নজর কাড়ল তামাম বিশ্ববাসীর।

Image credits: Getty
Bangla

সবুজ লিপস্টিক

সবুজ রঙের লিপল্টিক পরে রেড কার্পেটে হাজির হন উর্বশী।

Image credits: Getty
Bangla

আকর্ষণীয় লুক

লিপস্টিকের দরুন খবরে এলেন নায়িকা।

Image credits: Getty
Bangla

বায়োপিক

তিনি পরভিন ববির বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৭৬ তম কান ফিল্ম ফেস্টভ্যালের দেখানো হবে তাঁর ছবি। সে কারণে ফ্রান্সে উপস্থিত নায়িকা।

Image credits: Getty
Bangla

মেকআপ

এদিন গাউনের সঙ্গে ভারী গলার হার ও সবুজ লিপস্টিক পরে হাজির হন। 

Image credits: Getty
Bangla

গলার হার

প্রথমদিন কুমিরের নকশা করা গলার হার পরেছিলেন উর্বশী। যা নজর কেড়েছিল সকলের।

Image credits: Getty
Bangla

উর্বশীর লুক

দ্বিতীয় দিনে কমলা গাউনে উপস্থিত হন। রেড কার্পেটে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে ফ্লাইং কিং দেন ও এক বিশেষ ভঙ্গিতে হাত নাড়েন। যা অঙ্গভঙ্গি প্রতি বছর করতে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে।

Image credits: Getty
Bangla

ভাইরাল ছবি

এরপরই ঐশ্বর্য রাই বচ্চনকে নকলের অভিযোগ ওঠে। মুহূর্তে ভাইরাল হয় তাঁর ছবি।

Image credits: Getty

লেহেঙ্গার পর সাদা শাড়ি, দেখে নিন কেমন ছিল সারা আলি খানের লুক

হলিউড থেকে বলিউড- দেখে নিন রেড কার্পেটে কোন তারকা কেমন সাজে হাঁটলেন

Cannes Film Festival: দেখে নিন ভারত থেকে কোন কোন তারকা গেলেন ফ্রান্সে

ছোট নায়রাকে নিয়ে মঞ্চে হাঁটলেন কপিল, রইল ফ্যাশন ইভেন্টের ছবি