Bangla

সুস্মিতা সেন

একাধিক প্রেম এসেছে সুস্মিতা সেনের জীবনে। তবে, এখনও কারও সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়েননি নায়িকা। রইল সুস্মিতার প্রেমের খবর।

Bangla

ললিত মোদী

ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা সেন। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল তাঁদের রোম্যান্টিক ছবি। 

Image credits: Social Media
Bangla

রণদীপ হুডা

রণদীপ হুডার সঙ্গেও সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। কিন্তু বেশিদিন টেকেনি সেই প্রেম। 

Image credits: Social Media
Bangla

রহমন সওয়াল

রহমন সওয়ালের সঙ্গে বর্তমানে সম্পর্কে আছেন সুস্মিতা সেন। মাঝে ব্রেকআপের খবর আসলেও এখন আবার একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। 

Image credits: Social Media
Bangla

সঞ্জয় নারাং

সঞ্জয় নারাং-র সঙ্গে নাম জড়িয়েছিল সুস্মিতা সেনের। তবে জনসমক্ষে কখনও প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা। 

Image credits: Social Media
Bangla

বিক্রম ভাট

পরিচালক বিক্রম ভাটের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্কের কথা সকলের জানা। দীর্ঘদিন শোনা গিয়েছিল এই প্রেমের কথা।  

Image credits: Social Media
Bangla

ওয়াসিম আকরাম

পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে এক সময় প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল সুস্মিতা সেনের। সেই সম্পর্কও স্থায়ী হয়নি। 

Image credits: Social Media
Bangla

হৃতিক বাসন

হৃতিক বাসনের সঙ্গেও সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। ২০১৭ সাল নাগাদ তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল সর্বত্র। 

Image credits: Social Media

শ্রীদেবী থেকে সুশান্ত- অভিনীত ছবি মুক্তির আগেই প্রয়াত হন এই সাত তারকা

ওটিটি-তে সর্বাধিক পারিশ্রমিক নিয়ে থাকেন এই আট নায়িকা, দেখে নিন কে কে

অনন্যা পান্ডের আগে এই আট নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন আদিত্য রায় কাপুর

দেখে নিন 'ঝলক দিখলা যা ১১'-র কোন তারকার সম্পত্তির পরিমাণ কত, রইল হিসেব