দুর্গাপুজোর শেষে বিজয়ার আনন্দে মাতল বলি সেলেবরা। সিঁদুর খেলা থেকে ধুনুচি নাচের তালে জমজমাট মুম্বই।
দক্ষিণ মুম্বইয়ের দুর্গাপুজোর বিসর্জনে চাঁদের হাট। দেখা গেল রানি মুখার্জি থেকে অনুরাগ বাসুর মত তাবর তারকাদের।
লালপাড় ঘিয়ে শাড়িতে অসাধারণ লুকে দেখা গেল হার্ড থ্রব রানি মুখার্জিকে। ডগডগে সিঁদুর সঙ্গে শাখাপলায় একেবারে বাঙালি লুকে রানি।
ঢাকের বাদ্দ্যিতে কোমরও দোলালেন তিনি। পাশাপাশি চলল সিঁদুর খেলা, শুভেচ্ছা বিনিময়।
অন্যদিকে নীল পাঞ্চাবীতে দেখা গেল পরিচালক অনুরাগ বাসুকে। বিজয়ার লগ্নে হাতে তুলে নিয়েছেন ঢাকের কাঠি।
সিঁদুর খেলার পাশাপাশি ধুনুচি নাচেও মাতলেন বলিউড তারকারা। শাড়ি সিঁদুরে বাঙালি ধাঁচে দেখা গেল তাঁদের।
শাড়িতে সুন্দরী বলি-স্টার, দেখুন ৯ অভিনেত্রীর চোখ ধাঁধানো ছবি
লঙ্কারাজ রাবণের চরিত্রে সেরা ১০ অভিনেতাকে এক ঝলকে দেখে নিন
চুম্বন বিতর্ক, বিগ বসের ঘরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল এই সকল তারকাকে
অষ্টমীর সন্ধ্যায় গোলাপী রঙের পোশাকে নজর কাড়ুন সকলের, রইল ফ্যাশন টিপস