Bollywood

শাড়িতে সুন্দরী বলি-স্টার

দুর্গাপুজোয় শাড়িতে সুন্দরী মহিারা। দেখুন বলিউড অভিনেত্রীদের শাড়িতে আরও মোহময়ী রূপে।

Image credits: Instagram

তশিনা

পুজোর দিনে আধুনিক কায়দায় বেনারসি শাড়িতে আরও সুন্দরী হয়ে ওঠেন তনিশা।

Image credits: Instagram

ক্যাটরিনা কাইফ

হলুদ টিসু শাড়িরে পুজোর দিনে আরও অনবদ্য ছিলেন ক্যাটরিনা কাইফ

Image credits: Our own

কাজল

পুজোর দিনগুলিতে বাঙালি লুকেই বাড়ির পুজোতে ধরা দেন কাজল।

Image credits: Instagram

রানী মুখোপাধ্যায়

কাজলের মত তিনিও পুজোর দিনগুলিতে দুর্দান্ত শাড়িতেই উপস্থিত থাকেন বাড়ির পুজোতে।

Image credits: Instagram

কৃতি স্যানন

গোলাপি শিফন শাড়িতে উপছে পড়েছিল কৃতি স্যাননের যৌবন। সঙ্গে ছিল প্রিন্টেড ব্লাউজ।

Image credits: Instagram

বিপাশা বসু

পুজোর সময় বাঙালি লুকেই নজর কাড়েন বিপাশা বসু। বেনারশি শাড়িতে আরও সুন্দরী হয়ে ওঠেন তিনি।

Image credits: Instagram

ভাগ্যশ্রী

পুজোর দিনে সাদা লাল পাড়ের জমকালো শাড়িতে অনেকের মনেই ঝড় তুলেছিলেন ভাগ্যশ্রী।

Image credits: Our own

জাহ্নবী কাপুর

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে মাঝে মাঝেই শাড়িতে দেখা যায়। নবরাত্রিতে টিসু শাড়িতে আরও সুন্দরী হয়ে ওঠেন তিনি।

Image credits: Instagram