Bangla

দিব্যাঙ্কা ত্রিপাঠি

দিব্যাঙ্কা ত্রিপাঠির মতো পরতে পারেন গোলাপী সারারা। এমন পোশাক সব সময় ফ্যাশনে ইন। আর আপনি উচ্চতায় যদি লম্বা হন, তাহলে অবশ্যই এমন ধরনের পোশাক পরুন।  

Bangla

তেজস্বী পাঠক

গোলাপী লেগেঙ্গে পরতে পারেন পুজোর দিন সন্ধ্যায়। তেজস্বী পাঠকের মতো এমন ভাবে সাতজে পারেন। অষ্টমীর সন্ধ্যায় জমকালো সাজই পছন্দ করেন সকলে। সে ক্ষেত্রে এমন সাজ বেশ মানাবে। 

Image credits: Instagram
Bangla

নুসরত

নুসরত ভারুচার স্টাইল স্টেটমেন্ট ফলো করে নজর কাড়তে পারেন সকলে। আপনার চেহারা যদি একটু রোগা হয় তাহলে অবশ্যই এমন সাজ ট্রাই করুন। আকর্ষণীয় দেখাবে আপনাকে। 

Image credits: Instagram
Bangla

রকুল প্রীত সিং

গোলাপী সিফন এখন ফ্যাশনে ইন। আপনারও এমন শিফন থাকলে রকুল প্রীত সিং-র স্টাইল ফলো করুন। এর সঙ্গে গলায় এমন হার ও বোল্ড মেকআপে নজর কাড়ুন সকলের। 

Image credits: Instagram
Bangla

কঙ্গনা রানাওয়াত

লেহেঙ্গা পরার ইচ্ছা থাকলে কঙ্গনা রানাওয়াতের স্টাইল মেনে চলুন। এমন হালকা রঙের লেহেঙ্গা কিনে থাকলে তার সঙ্গে এমন ধরনার সাজ ট্রাই করতে পারেন। 

Image credits: Instagram
Bangla

দীপিকা পাড়ুকোণ

দীপিকা পাড়ুকোণের মতো গোলাপী সালোয়ার এখন ফ্যাশনে ইন। এমন পোশাক ক্যারি করাও বেশ সুবিধাজনক। এর সঙ্গে দীপিকা পাড়ুকোণের মতো হেয়ার স্টাইল করে নজর কাড়ুন সকলের।

Image credits: Instagram
Bangla

কাজল

পরতে পারেন কাজলের মতো সিকোয়েন্সের কাজ করে শাড়ি। এর সঙ্গে স্লিভলেস ডিপ কাট ব্লাউজ বেশ মানাবে।   

Image credits: Instagram

Durga Puja: দুর্গাপুজোয় শাড়িতে অনবদ্য কাজল, দেখুন সেরা ৮টি ছবি

Bollywood: বলিউড স্টারকিড ১১ বছরে একটাই হিট ছবি উপহার দেননি, কে বলুন

দেখে নিন গণপত ছবির জন্য কোন তারকা নিলেন কত কোটি, রইল পারিশ্রমিকের খোঁজ

পুজোয় নজর কাড়ুন জ্যাকলিনের স্টাইল স্টেটমেন্টে, রইল নায়িকার এথনিক লুক