কপিল শর্মা
Bangla

কপিল শর্মা

কমেডি শো সঞ্চালনা করতে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ করে নিয়ে থাকেন কপিল শর্মা। প্রতি এপিসোডের জন্য এমন চার্জ করেন কপিল। 

অমিতাভ বচ্চন
Bangla

অমিতাভ বচ্চন

কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করেন অমিতাভ বচ্চন। তিনি এই শো সঞ্চালনা করতে প্রতি এপিসোড পিছর ৪ কোটি করে পারিশ্রমিক নিয়ে থাকেন।  

Image credits: Getty
সোনু সুদ
Bangla

সোনু সুদ

রিয়েলিটি শো রোডিজ সঞ্চালনা করেছেন সোনু সুদ। এই শো সঞ্চালনা করতে প্রতি এপিসোড পিছু ১২ লক্ষ টাকা করে নিয়ে থাকেন নায়ক। 

Image credits: Social Media
সলমন খান
Bangla

সলমন খান

বিগ বস-র সঞ্চালক হিসেবে দেখা যায় সলমন খানকে। সলমন খান শো সঞ্চালনা করতে প্রতি এপিসোড পিছু ১৫ লক্ষ টাকা নিয়ে থাকেন।  

Image credits: Facebook
Bangla

ভারতী ও হর্ষ

কমেডি স্টার ভারতী ও হর্ষ-কে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকায়। এই জুটি সঞ্চালনার জন্য ৩০ লক্ষ টাকা করে নিয়ে থাকেন। 

Image credits: bharti singh instagram
Bangla

করণ জোহর

করণ জোহর কফি উইথ করণ সঞ্চালনা করে খ্যাতি পেয়েছিলেন। জানা গিয়েছে, কোনও রিয়েলিটি শো সঞ্চালনা করতে প্রতি এপিসোড পিছু ১ থেকে ২ কোটি টাকা নিয়ে থাকেন।  

Image credits: instagram
Bangla

রোহিত শেট্টি

সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে রোহিত শেট্টিকে। তিনি প্রতি এপিসোড পিছু ৫০ লক্ষ টাকা করে নিয়ে থাকেন। 

Image credits: Instagram

সিদ্ধার্থ শুক্লা থেকে সোনালী ফোগত- সাত বিগ বস তারকা প্রয়াত হয়েছেন অসময়

ওয়েলকাম ৩ থেকে কৃষ ৪- দেখে নিন মুক্তির অপেক্ষায় কোন কোন সিক্যুয়েল ছবি

প্রকাশ্যে টাইগার ৩-র ট্রেলারের মুক্তি দিন, দেখে নিন কবে আসছেন ভাইজান

শাহরুখ থেকে সলমন- বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে কোন তারকা নেন কত কোটি