কমেডি শো সঞ্চালনা করতে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ করে নিয়ে থাকেন কপিল শর্মা। প্রতি এপিসোডের জন্য এমন চার্জ করেন কপিল।
কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করেন অমিতাভ বচ্চন। তিনি এই শো সঞ্চালনা করতে প্রতি এপিসোড পিছর ৪ কোটি করে পারিশ্রমিক নিয়ে থাকেন।
রিয়েলিটি শো রোডিজ সঞ্চালনা করেছেন সোনু সুদ। এই শো সঞ্চালনা করতে প্রতি এপিসোড পিছু ১২ লক্ষ টাকা করে নিয়ে থাকেন নায়ক।
বিগ বস-র সঞ্চালক হিসেবে দেখা যায় সলমন খানকে। সলমন খান শো সঞ্চালনা করতে প্রতি এপিসোড পিছু ১৫ লক্ষ টাকা নিয়ে থাকেন।
কমেডি স্টার ভারতী ও হর্ষ-কে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকায়। এই জুটি সঞ্চালনার জন্য ৩০ লক্ষ টাকা করে নিয়ে থাকেন।
করণ জোহর কফি উইথ করণ সঞ্চালনা করে খ্যাতি পেয়েছিলেন। জানা গিয়েছে, কোনও রিয়েলিটি শো সঞ্চালনা করতে প্রতি এপিসোড পিছু ১ থেকে ২ কোটি টাকা নিয়ে থাকেন।
সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে রোহিত শেট্টিকে। তিনি প্রতি এপিসোড পিছু ৫০ লক্ষ টাকা করে নিয়ে থাকেন।
সিদ্ধার্থ শুক্লা থেকে সোনালী ফোগত- সাত বিগ বস তারকা প্রয়াত হয়েছেন অসময়
ওয়েলকাম ৩ থেকে কৃষ ৪- দেখে নিন মুক্তির অপেক্ষায় কোন কোন সিক্যুয়েল ছবি
প্রকাশ্যে টাইগার ৩-র ট্রেলারের মুক্তি দিন, দেখে নিন কবে আসছেন ভাইজান
শাহরুখ থেকে সলমন- বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে কোন তারকা নেন কত কোটি