৪০ মিনিটের অ্যাপিয়ারেন্সের জন্য ২ কোটি চার্জ করেন শাহরুখ খান। আর যদি বাদশার পুরো পারফরমেন্স দেখতে চান, তাহলে ব্যয় করতে হবে ৮ কোটি।
যে কোনও বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে প্রায় ২ কোটি টাকা নিয়ে থাকেন হৃতিক রোশন।
যদি চান আপনার বিয়ের অনুষ্ঠানে সানি লিওন উপস্থিত থাকুক, তাহলে ব্যয় করতে হবে ২০ লক্ষ টাকা। তেমনই সানি লিওন পারফর্ম করতে নিয়ে থাকেন ৩০ লক্ষ টাকা।
সলমনও তেমন পিছিয়ে নেই। বিয়ে বাড়িতে শুধু উপস্থিত হতে নিয়ে থাকেন দেড় কোটি। তেমনই পারফর্ম করতে নেন ২ থেকে ৩ কোটি।
বিয়ের অনুষ্ঠান পারফর্ম করতে ৭০ লক্ষ টাকা নিয়ে থাকেন বলি নায়িকা অনুষ্কা শর্মা। তেমনই শুধু উপস্থিত থাকতেই ৫০ লক্ষ টাকা চার্জ করেন তিনি।
বলিউড রিপোর্ট অনুসারে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পারফর্ম করতে নিয়ে থাকেন মালাইকা আরোরা।
বিয়ে বাড়িতে পারফর্ম করতে প্রায় আড়াই কোটি নিয়ে থাকেন অক্ষয়। আর যদি চান সে আপনার অনুষ্ঠানে উপস্থিত থাকুক, তাহলে দেড় কোটি ব্যয় করলেই হল।
বিয়ে বাড়িতে পারফর্ম করতে ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন দীপিকা পাড়ুকোণ।
বিয়ের অনু্ষ্ঠানে উপস্থিত হলে ২৫ লক্ষ টাকা নিয়ে থাকেন সোনাক্ষী। এরই সঙ্গে মেকআপ ও পোশাকের জন্য আরও বাড়তি টাকা নিয়ে থাকেন নায়িকা।
বিয়ের বাড়িতে উপস্থিত হতে প্রায় ৭০ লক্ষ টাকা নিয়ে থাকেন রণবীর সিং। আর পারফর্ম করতে হলে নিয়ে থাকেন ১ কোটি টাকা।
প্রায় আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন একটি পারফর্মমেন্সের জন্য। বিয়ে বাড়িতে পারফর্ম করতে এমন চার্জ করেন নায়িকা।
কখনও ২ কোটি তো কখনও প্রায় ৩ কোটি মতো নিয়ে থাকেন বিয়ে বাড়িতে পারফর্ম করতে।
OMG 2 থেকে খুফিয়া- চলতি মাসে ওটিটি-তে মুক্তি পাচ্ছে একাধিক ছবি ও সিরিজ
বলিউডের এই ৯ তারকা যারা মদ ছুঁয়েও দেখেন না-
অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে এই কয়টি বলিউড ছবি, দেখে নিন কী কী
এই পাঁচ পরিচালকের ছবি ১০০০ কোটির ব্যবসা করে গড়েছে রেকর্ড , রইল তালিকা