Bangla

টাইগার ৩

টাইগার ৩ নিয়ে খবরে সল্লু মিঞা। ছবির টিজার মুক্তি থেকে খবরে ভাইজান।

Bangla

ট্রেলার মুক্তি দিন

এবার প্রকাশ্যে এল ট্রেলার মুক্তি দিন। আগেই জানা গিয়েছে, চলতি বছরের শেষে মুক্তি পাবে ছবিটি। এবার জেনে নিন কবে মুক্তি পাবে ছবির ট্রেলার।

Image credits: instagram
Bangla

কিসি কা ভাই কিসি কা জান

শেষ কিসি কা ভাই কিসি কা জান ছবিতে দেখা গিয়েছিল ভাইজানকে। ইদে মুক্তি পেয়েছিল ছবিটি।

Image credits: instagram
Bangla

ছবির ব্যবসা

কিসি কা ভাই কিসি কা জান ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে, তবে সে অর্থে ব্যবসা করতে পারিনি ছবিটি।

Image credits: instagram
Bangla

সিক্যুয়েল ছবি

ফের একবার দর্শকদের মন কাড়তে আসছেন ভাইজান। নিয়ে আসছেন টাইগার ৩। টাইগার সিরিজের নতুন সিক্যুয়েলের অপেক্ষায় সলমন খানের সমস্ত ভক্তরা।

Image credits: instagram
Bangla

টিজারের ঝলক

টাইগার ৩ ছবির টিজার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। টিজারের ঝলক মন কেড়েছে ভক্তদের। এখন অপেক্ষা ট্রেলারের।

Image credits: instagram
Bangla

ট্রেলার মুক্তি

শোনা যাচ্ছে, অক্টোবরের মাঝামাঝিতে আসবে ট্রেলার। আর দিওয়ালিতে বড় পর্দায় আসতে চলেছেন ভাইজান।

Image credits: Instagram
Bangla

টাইগার ৩ কাস্ট

টাইগার ৩ ছবিতে সলমন খানের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা কইফ। থাকছেন ইমরান হাসমি। এছাড়াও দেখা যাবে বিশাল জেঠওয়া, ঋদ্ধি ডোগরাকে।

Image credits: Instagram
Bangla

টাইগার ৩ ছবির বাজেট

৩০০ কোটি বাজেটের টাইগার ৩ মুক্তি পাবে ১০ নভেম্বর। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা।

Image credits: Instagram
Bangla

ছবির প্রযোজনা

আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার ছবি।

Image credits: instagram

শাহরুখ থেকে সলমন- বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে কোন তারকা নেন কত কোটি

OMG 2 থেকে খুফিয়া- চলতি মাসে ওটিটি-তে মুক্তি পাচ্ছে একাধিক ছবি ও সিরিজ

বলিউডের এই ৯ তারকা যারা মদ ছুঁয়েও দেখেন না-

অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে এই কয়টি বলিউড ছবি, দেখে নিন কী কী