টাইট লম্বা গাউনে কিয়ারা। খোলা চুল, চোখ জুড়ে অদ্ভুত মাদকতা, আর তার এই রূপের আগুনে যেন মাত্র যোগ কটরেছে হলুদ রঙের সিফনের কারুকাজে ভরা এই গাউন
Bollywood Apr 18 2023
Author: Web Desk - ANB Image Credits:Instagram
Bangla
পিতাম্বরির চুম্বন
এলোকেশে মাথায় স্টাইল করে হাত, চোখ মিটমিটে মুখে ঠোঁঠে যেন চুম্বনের ডাক, আর বুকের কাছে এসে শেষ হয়ে যাওয়া হলুদ পোশাকটা যেন লিখে ফেলতে চায় আস্ত কবিতা
Image credits: instagramm
Bangla
পা-চেরা হলুদ ড্রেস
কিয়ারার লুকের সবচেয়ে বড় ইউএসপি ফিগার। বেতের মতো ছিপছিপে শরীর জুড়ে যখন ডানা মেলে টাইট-ফিট ড্রেস তখন যেন অন্য রূপ কিয়ারার। এখানে পা-চেরা এবং অফ শোল্ডার হলুদ ড্রেস ঘাম ছুটিয়ে দেয়
Image credits: Instagram
Bangla
গাঢ় হলুদের গাউন
কিয়ারা মানেই এক সুন্দর শরীরি সৌন্দর্য আর তাতে ডানা মেলা পোশাক, ঠিক যেমন এটি
Image credits: Instagramm
Bangla
গোল্ডেন হলুদ ওড়নায় স্বর্ণমন্দিরে প্রার্থনা
বিয়ের কিয়ারার এই ছবি প্রকাশ্যে এসেছিল। স্বর্ণমন্দিরে প্রার্থনারত অভিনেত্রী
Image credits: Instagramm
Bangla
হলুদের স্টাইল স্টেটমেন্ট
পা-চেরা ড্রেসে একটু অন্যরকম লুকে কিয়ারা
Image credits: Instagramm
Bangla
বিয়ের পর কিয়ারার সাজ
বিয়ের পর মুম্বই ফিরে আসার পর এই হলুদ সালোয়ার-কামিজে দেখা গিয়েছিল কিয়ারাকে
Image credits: Instagram
Bangla
হলুদ ওড়নায় কিয়ারা
সাদা অফ কালারের লেহেঙ্গার সঙ্গে কাঁধ থেকে পা পর্যন্ত নেমে আসা এই হলুদ ওড়না, কিয়ারা যেন দেবী
Image credits: instagram
Bangla
হলুদ বিকিনিতে কিয়ারার কার্ভস
শর্ট হলুদ রঙের বিকিনি, যা উন্মক্ত করেছে পেটের পেলব আচরণ থেকে কটি দেশের অপার সৌন্দর্য, হলুদের সংমিশ্রণে যেন এক মোহময়ী রূপ
Image credits: Instagram
Bangla
হলুদ লেহেঙ্গায় সাজ
হলুদ এই লেহেঙ্গার মধ্যে রয়েছে ছোট ছোট আয়নার কাজ, যা কিয়ারা লুককে করে তুলেছে অনবদ্য