সদ্য প্রকাশ পেয়েছে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটি।
কার্তিক আরিয়েনের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা।
এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর খবরে রয়েছেন কিয়ারা আডবানি।
তবে, অভিনীত চরিত্র কিংবা ছবি নিয়ে নয়, বরং তাঁর বিশেষ শখের দরুন খবরে কিয়ারা।
সদ্য ‘সত্যপ্রেম কি কথা’ ছবির ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে একটি পার্টির আয়োজন করা হয়েছিল।
পার্টিতে একেবারে ছিমছাম সাজে দেখা যায় কিয়ারাকে।
পরতে ছিল সাদা ক্রপ টপ আর গ্রে রঙের স্কার্ট। যাতে বেশ সুন্দর দেখাচ্ছিল নায়িকাকে।
এরই সঙ্গে হাতে নিয়েছিলেন একটি ছোট মাপের হ্যান্ড ব্যাগ। আর এই হ্যান্ডব্যাগের দরুন খবরে নায়িকা।
কারণ ব্যাগটির দাম ২.১ লক্ষ। নিওন রঙের এই ব্যাগের দাম শুনে চমক পেয়েছে সকলে।
অনেকে যেমন প্রশংসা করেছেন, তেমনই অনেকে ট্রোলিং করেছেন কিয়ারার এমন দামি শখের জন্য।
Ekta Kapoor Birthday: ৪৮-এ পা রাখলেন একতা কাপুর, সিরিয়াল জগতে ২৫ বছর
Vicky Kaushal Sara Ali Khan: ভিকির উচ্চতা দেখেই ঘাবড়ে গিয়েছিলেন সারা!
প্রিন্টেড লাল পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্বেতা, রইল বোল্ড লুকের ছবি
মালদ্বীপের সমুদ্র সৈকতে সানি লিওন, নেটপাড়ায় চড়াচ্ছেন উষ্ণতার পারদ