Bangla

নেহা কক্কর

ভাইফোঁটার দিন সাজতে পারেন নেহা কক্করের মতো। এমন নীল সিফন শাড়ি পরতে পারেন এই বিশেষ দিনে।   

Bangla

হিনা খান

হিনা খানের লুক ট্রাই করতে পারেন। এমন সাদা সিফন শাড়ি পরতে পারেন ভাইফোঁটার দিন।

Image credits: social media
Bangla

রেখা

সবুজ ও রানি রঙের কনট্রাস্টের শাড়ি পরতে পারেন ভাইফোঁটার দিন। রেখার মতো লুক ট্রাই করতে পারেন এই দিন। 

Image credits: social media
Bangla

শেফালি সাহা

একটু ছিমছাম সাজতে চাইলে এমন লাল শাড়ি বেছে নিন। শেফালি সাহা লুক ট্রাই করুন ভাইফোঁটার দিন। 

Image credits: instagram
Bangla

ভাগ্যশ্রী

লাল ও সাদা রঙের ওপর কাজ করা এমন শাড়ি পরতে পারেন ভাইফোঁটার দিন। এর সঙ্গে মুক্তোর গয়না বেশ মানাবে। 

Image credits: instagram
Bangla

মাধুরী দীক্ষিত

হলুদ রঙের সিফন শাড়ি পরতে পারেন এই দিনে। মাধুরীর মতো সেজে নিন। নজর কাড়ুন সকলের। 

Image credits: instagram
Bangla

জাহ্নবী কাপুর

সোনালী রঙের শাড়ি পরতে পারেন এই দিনে। সোনালী শিফন বেশ মানাবে। 

Image credits: instagram
Bangla

মৃণাল ঠাকুর

মৃণাল ঠাকুরের মতো এমন শাড়ি বেছে নিতে পারেন এই বিশেষ দিনে। 

Image credits: our own
Bangla

জ্যাকলিন

জ্যাকলিনের মতো সাদা ও লাল রঙের কম্বিনেশনের শাড়ি পরতে পারেন এই দিন। 

Image credits: social media
Bangla

মোনালিসা

মোনালিসার মতো কালো শাড়ি পরতে পারেন। একেবারে অন্যরকম লাগবে এই দিন। 

Image credits: Monalisa instagram

সঙ্গীতা থেকে রকুল- রইল অর্পিতা খান আয়োজিত দিওয়ালি পার্টির ঝলক

দিওয়ালি-তে মুক্তি পাওয়া এই কয়টি ছবির আয় রেকর্ড গড়েছিল বক্স অফিসে

অর্জুন কাপুরের ৪৫ কোটি বাজেটের ছবির আয় ১ লক্ষ টাকা, ৮ দিনে গেয়েব

ধুম থেকে পাঠান- যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ১০ অ্যাকশন ছবি গড়েছে রেকর্ড