ভাইফোঁটার দিন সাজতে পারেন নেহা কক্করের মতো। এমন নীল সিফন শাড়ি পরতে পারেন এই বিশেষ দিনে।
হিনা খানের লুক ট্রাই করতে পারেন। এমন সাদা সিফন শাড়ি পরতে পারেন ভাইফোঁটার দিন।
সবুজ ও রানি রঙের কনট্রাস্টের শাড়ি পরতে পারেন ভাইফোঁটার দিন। রেখার মতো লুক ট্রাই করতে পারেন এই দিন।
একটু ছিমছাম সাজতে চাইলে এমন লাল শাড়ি বেছে নিন। শেফালি সাহা লুক ট্রাই করুন ভাইফোঁটার দিন।
লাল ও সাদা রঙের ওপর কাজ করা এমন শাড়ি পরতে পারেন ভাইফোঁটার দিন। এর সঙ্গে মুক্তোর গয়না বেশ মানাবে।
হলুদ রঙের সিফন শাড়ি পরতে পারেন এই দিনে। মাধুরীর মতো সেজে নিন। নজর কাড়ুন সকলের।
সোনালী রঙের শাড়ি পরতে পারেন এই দিনে। সোনালী শিফন বেশ মানাবে।
মৃণাল ঠাকুরের মতো এমন শাড়ি বেছে নিতে পারেন এই বিশেষ দিনে।
জ্যাকলিনের মতো সাদা ও লাল রঙের কম্বিনেশনের শাড়ি পরতে পারেন এই দিন।
মোনালিসার মতো কালো শাড়ি পরতে পারেন। একেবারে অন্যরকম লাগবে এই দিন।