সঙ্গীতা বিজলানি থেকে রকুল প্রীত সিং, দেখে নিন কে কে ছিলেন অর্পিতা খান আয়োজিত দিওয়ালি পার্টিতে। ছিলেন চাঙ্কি পান্ডের অত্মীয় ও তাঁর স্ত্রী।
উপস্থিত ছিলেন ইলিশা অগ্নিহোত্রী। কালো রঙের টুপিস পোশাকে হাজির হন ইলিশা।
সঙ্গীতা বিজলানী উপস্থিত ছিলেন অর্পিতার দিওয়ালি পার্টিতে। এমন গোলাপী রঙের পোশাকে দেখা যায় তাঁকে।
সিলভার গাউনে হাজির হন হুমা কুরেশি। অর্পিতা খানের পার্টিতে একেবারে অন্যভাবে নজর কাড়েন হুমা।
পার্টিতে শিল্পা শেট্টি হাজির হন সোনালী শাড়িতে। বরাবরের মতো তাঁর আকর্ষণীয় চেহারা নজর কাড়ে সকলের।
করিশ্মা কাপুর উপস্থিত ছিলেন পার্টিতে। সোনালী ও নীল রঙের কনট্রাস্ট করা পোশাক পরেছিলেন করিশ্মা কাপুর।
পার্টিতে উপস্থিত ছিলেন শামিতা শেট্টি। কমলা এথনিক ওয়্যার দেখা যায় তাঁকে।
দিওয়ালি পার্টিতে সোনাক্ষী সিনহা উপস্থিত হন বেগুনি রঙের লেহেঙ্গাতে।
সবুজ লেহেঙ্গাতে হাজির হন রকুল প্রীত সিং। পার্টিতে সকলের নজর কাড়েন রকুল।
দিওয়ালি-তে মুক্তি পাওয়া এই কয়টি ছবির আয় রেকর্ড গড়েছিল বক্স অফিসে
অর্জুন কাপুরের ৪৫ কোটি বাজেটের ছবির আয় ১ লক্ষ টাকা, ৮ দিনে গেয়েব
ধুম থেকে পাঠান- যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ১০ অ্যাকশন ছবি গড়েছে রেকর্ড
Bolly-Actress: সিনেমা প্রতি ক্যাটরিনা-দীপিকারা কত টাকা নেন