কেউ পরেছিলেন লেহেঙ্গা তো কেউ শাড়ি। রইল ১০ বলিউড সেলেবের দিওয়ালি লুক। দেখে নিন এক ঝলকে।
সুহানা খান দিওয়ালি পার্টিতে উপস্থিত হয়েছিল লেহেঙ্গাতে। সোনালী ক্রপ টপের সঙ্গে লাল লেহেঙ্গা পরেছিলেন সুহানা।
নীল রঙের ট্রান্সপারেন্ট রয়্যাল ব্লু রঙের শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন কৃতি শ্যানন। এর সঙ্গে নীল রঙের ব্রা কাটিং ব্লাউজ টিমআপ করেছিলেন কৃতি।
অনন্যা পান্ডেও পার্টিতে হাজির হয়েছিলেন লেহেঙ্গাতে। সবুজ রঙের লেহেঙ্গাতে এলিগেন্ট লাগছিল অনন্যাকে।
নোরা ফতেহি হাজির হয়েছিলেন টুপিস পোশাকে। স্কার্ট ও ক্রপ টপ পরেছিলেন নোরা।
সোনালী রঙের লেগেঙ্গাতে হাজির হন কিয়ার। তেমনই সিদ্ধার্থ পরেছিলেন কালো কুর্তা। এর ওপর ছিল সিলভার কাজ।
খয়েরি ও সিলভার কাজের লেহেঙ্গাতে দেখা গিয়েছিল ক্যাটকে। এমন পোশাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে।
সোনালী রঙের শাড়িতে দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিলেন সোনম কাপুর। এর সঙ্গে কানে পরেছিলেন ভারী গয়না। গলা ছিল ফাঁকা।
সারা আলি খান পার্টিতে হাজির হয়েছিলেন গোলাপী রঙের লেগেঙ্গাতে। গোলাপী ও সিলভার কাজ করা লেহেঙ্গা পরে হাজির হন সারা আলি খান।
শাড়িতে হট লুকে হাজির হন দিশা পাটানি। স্লিভলেস ব্লাউজ ও সিল্কের শাড়িতে হাজির হন দিশা।
Tiger 3 Release: কেন দীপাবলির উৎসবেই মুক্তি পাচ্ছে 'টাইগার ৩'?
একা রশ্মিকা নন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এই সকল তারকার ডিপফেক ভিডিও
ইন্দিরা গান্ধী থেকে নেহেরু- ছবিতে রয়েছে এই কয়টি গুরুত্বপূর্ণ চরিত্র
শুধু 'টাইগার ৩' নয়, শীঘ্রই মুক্তি পাবে এই নয়টি বলিউড সিক্যুয়েল ছবি