শ্যাম বাহাদুর ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ।
Image credits: Youtube
Bangla
জওহরলাল নেহেরু
জওহরলাল নেহেরু চরিত্রটি ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চরিত্রে দেখা গিয়েছে নীরজ কবি-কে।
Image credits: Youtube
Bangla
সর্দার বল্লভ ভাই প্যাটেল
শ্যাম বাহাদুর ছবিতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ নামদেব।
Image credits: Youtube
Bangla
শ্যাম মানেকশের স্ত্রী
শ্যাম মানেকশের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক বিশেষ ভাবে ফুটে উঠতে চলেছে। এই চরিত্রে দেখা যাবে সানিয়া মালহোত্রাকে।
Image credits: Youtube
Bangla
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড মাউন্টব্যাটেনের চরিত্রে অভিনয় করেছেন এডওয়ার্ড সোনেনব্লিক।
Image credits: Youtube
Bangla
ছবি মুক্তি
১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। সদ্য প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
Image credits: Social Media
Bangla
শ্যুটিং
পঞ্জাব, কাশ্মীর, দিল্লি-সহ বিভিন্ন লোকেশনে হয়েছে শ্যুটিং। স্পাই থ্রিলার ঘরানার এই ছবির ট্রেলার মুক্তি পেতেই সুপার ডুপার হিট। এই ছবিতে শ্যাম বাহাদুরের চরিত্রে দেখা দিলেন ভিকি।