Bangla

ক্যাট এবং ভাইজানের জুটিতে দুর্দান্ত ধামাকা সৃষ্টি করেছিল 'টাইগার'

এই জুটি নিয়েই এবার নতুন ছবি আসতে চলেছে ‘টাইগার ৩’। টাইগার ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় সিক্যোয়েলটিও প্রযোজনা করা হয়েছে যশ রাজ ফিল্মস প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। 

Bangla

ইতিমধ্যেই ‘টাইগার ৩’ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

আগাম বুকিং-এর ঝড় এতও প্রবল যে, সিনেমা মুক্তির দিনটি অনেকটা এগিয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছেন প্রযোজকরা। তবে, দীপাবলির দিনেই এই সিনেমাটি রিলিজ করা হচ্ছে কেন?

Image credits: instagram
Bangla

যশ রাজ ফিল্মস-এর ভাইস প্রেসিডেন্ট রোহন মালহোত্রা বলেছেন যে,

যখনই এই সংস্থার পক্ষ থেকে কোনও সিনেমার মুক্তি করা হয়, তখনই একেবারে সর্বসম্পন্ন আর্থিক লাভের কথা মাথায় রেখেই কৌশল নেওয়া হয়। 

Image credits: instagram
Bangla

যখন শাহরুখের 'পাঠান' মুক্তির দিন ঠিক করা হয়েছিল জানুয়ারির ২৬ তারিখ...

তখন দিনটি এগিয়ে করে দেওয়া হয়, জানুয়ারির ২৫ তারিখ। কারণ, প্রযোজনা সংস্থা বুঝতে পেরেছিল যে, দর্শকদের উৎসাহ এত বেশি আছে যে, একদিন আগে রিলিজ করলে সিনেমার লাভ আরও বেড়ে যাবে।  

Image credits: instagram
Bangla

সাধারণত প্রযোজকরা লক্ষ্মীপুজোর দিন কোনও সিনেমা রিলিজ করেন না

মোনা করা হয় যে, লক্ষ্মীপুজোর দিনটা সাধারণ মানুষ নিজের পরিবারের মানুষদের সঙ্গে একসাথে কাটাতে চান। 

Image credits: instagram
Bangla

সেইজন্যই টাইগার ৩-কে দীপাবলির উৎসবের সময়ে রিলিজ করার কথা ভাবা হয়েছে

কারণ, যশ রাজ ফিল্মসের ধারণা, দীপাবলি হল এমন একটা উৎসব, যে উৎসবে মানুষ একসঙ্গে সলমন খানের সিনেমা দেখতে পছন্দ করবেন। কারণ, অবশ্যই এটা একটা চূড়ান্ত বিনোদনমূলক সিনেমা। 

Image credits: instagram
Bangla

তার ওপর, যেহেতু টাইগার ৩ হল 'টাইগার' সিনেমার তৃতীয় সিক্যোয়েল

সেজন্য এর একটা ফ্যানবেস আগে থেকেই তৈরি হয়ে আছে, যারা সিনেমাটার তৃতীয় ভাগটা দেখতে চায়। এই কারণে হু হু করে অগ্রিম টিকিট বুক হয়ে যাচ্ছে। 

Image credits: instagram
Bangla

বছরের যে দিনগুলোয় সিনেমার টিকিট বিক্রি হওয়ার কথাই নয়,

সেই দিনগুলোতেও টাইগার ৩-এর টিকিটের চাহিদা ব্যাপক। দর্শকদের এই চাহিদা দেখেই দীপাবলির মরসুমকে বেছে নিয়েছেন সিনেমার প্রযোজকরা। 

Image credits: instagram
Bangla

সকালবেলা পুজোপাঠের সঙ্গে ব্যস্ত থাকার পর ,

রাত্রিবেলা মানুষ টাইগার ৩ দেখতে চাইবেন বলেই দীপাবলির উৎসবকে এই সিনেমার মুক্তির জন্য আদর্শ বলে ভাবা হয়েছে। ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। 

Image credits: instagram
Bangla

ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শো রাখা হয়েছে সলমনের ছবির জন্য

সলমন এবং ক্যাটরিনা কাইফ ছাড়া এই ছবিতে বিপরীত চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকেও। 

Image credits: instagram

একা রশ্মিকা নন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এই সকল তারকার ডিপফেক ভিডিও

ইন্দিরা গান্ধী থেকে নেহেরু- ছবিতে রয়েছে এই কয়টি গুরুত্বপূর্ণ চরিত্র

শুধু 'টাইগার ৩' নয়, শীঘ্রই মুক্তি পাবে এই নয়টি বলিউড সিক্যুয়েল ছবি

৫২ বছরেও কোটি কোটি টাকা আয় করছেন টাব্বু, রইল সম্পত্তির পরিমাণ