Bangla

শাহরুখ খান

শাহরুখ খানের বয়স যখন ৪৭, তখন জন্ম হয় তাঁর ছোট ছেলে আব্রামের।

Bangla

অর্জুন রামপাল

৪০ বছর পার হওয়ার পর বাবা হয়েছেন অর্জুন রামপাল।

Image credits: instagram
Bangla

সইফ আলি খান

চার সন্তান আছে সইফের। ৪৬ বছর বয়সে করিনা ও তাঁর প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। তার দুবছর পর জেহ-র জন্ম হয়।

Image credits: instagram
Bangla

আমির খান

আমির খানের ছোট ছেলে আজাদেরল জন্মের সময় আমিরের বয়স ছিল ৪৬। আইভিএফ পদ্ধতির সাহায্যে আজাদের জন্ম হয়।

Image credits: instagram
Bangla

সঞ্জয় দত্ত

৫১ বছর বয়সে বাবা হন সঞ্জয় দত্ত। মান্যতা দত্ত ও সঞ্জয় দত্তের যমজ বাচ্চার জন্ম হয়।

Image credits: instagram
Bangla

প্রকাশ রাজ

বেশি বয়সে বাবা হন প্রকাশ রাজ। যখন ৫০ বছর বয়স, তখন তাঁর ছেলের জন্ম হয়।

Image credits: instagram
Bangla

নওয়াজউদ্দিন সিদ্দিকি

৪১ বছর বয়সে বাবা হন নওয়াজউদ্দিন সিদ্দিকি। কেরিয়ার গড়তে গিয়ে দেরি করে বিয়েও করেছিলেন নওয়াজ।

Image credits: insatgarm
Bangla

সোহেল খান

বেশি বয়সে বাবা হন সোহেল খানও। যখন ৪২ বছর বয়স, তখন তাঁর ছেলের জন্ম হয়।

Image credits: our own

অক্ষয় থেকে রীতেশ- হিট দেওয়ার পরও সিক্যুয়েলে দেখা যায়নি এই সকল তারকাকে

রাম সেতু থেকে লক্ষ্মী বম্ব- অক্ষয় অভিনীত এই আট ছবি জড়িয়েছে বিতর্কে

এই কয়টি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা, দেখে নিন কী কী

সলমন থেকে শাহরুখদের রক্ষা করাই এদের কাজ, বলিউডের ৮ বডিগার্ডের মাইনে