শাহরুখ খানের বয়স যখন ৪৭, তখন জন্ম হয় তাঁর ছোট ছেলে আব্রামের।
৪০ বছর পার হওয়ার পর বাবা হয়েছেন অর্জুন রামপাল।
চার সন্তান আছে সইফের। ৪৬ বছর বয়সে করিনা ও তাঁর প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। তার দুবছর পর জেহ-র জন্ম হয়।
আমির খানের ছোট ছেলে আজাদেরল জন্মের সময় আমিরের বয়স ছিল ৪৬। আইভিএফ পদ্ধতির সাহায্যে আজাদের জন্ম হয়।
৫১ বছর বয়সে বাবা হন সঞ্জয় দত্ত। মান্যতা দত্ত ও সঞ্জয় দত্তের যমজ বাচ্চার জন্ম হয়।
বেশি বয়সে বাবা হন প্রকাশ রাজ। যখন ৫০ বছর বয়স, তখন তাঁর ছেলের জন্ম হয়।
৪১ বছর বয়সে বাবা হন নওয়াজউদ্দিন সিদ্দিকি। কেরিয়ার গড়তে গিয়ে দেরি করে বিয়েও করেছিলেন নওয়াজ।
বেশি বয়সে বাবা হন সোহেল খানও। যখন ৪২ বছর বয়স, তখন তাঁর ছেলের জন্ম হয়।