ডন ২ সাফল্যের পর আসছে ডন ৩। এই ছবিতে থাকবেন না শাহরুখ।
ওয়েলকাম ছবি হিট করার পর ওয়েলকাম ব্যাক ছবিতে দেখা যায়নি অক্ষয়তকে।
কেয়া কুল হ্যায় হাম ছবিতে নজর কাড়লেও এই ছবি সিক্যুয়েলে দেখা মেলেনি তাঁর।
জলি এলএলবি ছবি সফল হওয়ার পরও এই ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়েন আরশদ।
পেয়ার কা সাইড এফেক্ট ছবিতে থাকলেও এই ছবির সিক্যুয়েলে দেখা যায়নি তাঁকে।
গোলমাল ছবিতে সাফল্য আনার পর গোলমাল ২ ছবিতে দেখা মেলেনি সরমন জোশির।
রেস ছবি হয়েছিল সুপার হিট। তবে রেস ৩ থেকে বাদ পড়েন সইফ আলি খান।
হিট দেওয়ার পরও মার্ডার ২-তে দেখা যায়নি ইমরান হাসমিকে।
রাম সেতু থেকে লক্ষ্মী বম্ব- অক্ষয় অভিনীত এই আট ছবি জড়িয়েছে বিতর্কে
এই কয়টি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা, দেখে নিন কী কী
সলমন থেকে শাহরুখদের রক্ষা করাই এদের কাজ, বলিউডের ৮ বডিগার্ডের মাইনে
Devdas: ২১ বছর পার করল ‘দেবদাস’, ছবি সম্পর্কে রইল একাধিক অজানা তথ্য