Bangla

শেরা (সলমন খানের দেহরক্ষী)

বলিউডের সবচেয়ে বেশি মাইনে পাওয়া দেহরক্ষী বা বডিগার্ডদের মধ্যে অন্যতম শেরা। সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্ক দুই দশকেরও বেশি সময় ধরে। সূত্রের খবর শেরা-র মাইনে মাসে ১৫ লক্ষ টাকা

Bangla

রবি সিং (শাহরুখ খানের দেহরক্ষী)

এই মুহূর্তে বিশ্বের অন্যতম প্রথম ৫ সর্বোচ্চ আয়কারি অভিনেতাদের মধ্যে একজন হলেন শাহরুখ। তাঁর বডিগর্ড রবি সিং নাকি বছরে ২.৭ কোটি টাকার মাইনে পান

Image credits: Facebook
Bangla

যুবরাজ ঘোরপাড়ে (আমির খানের ব্যক্তিগত দেহরক্ষী)

আমির খানের সঙ্গে সর্বত্র দেখা যায় যুবরাজকে। সূত্রের খবর আমির তাঁর দেহরক্ষীর পিছনে বছরে ২ কোটি টাকা খরচ করেন

Image credits: Facebook
Bangla

শ্রেয়াসে থালে (অক্ষয়কুমারের ব্যক্তিগত দেহরক্ষী)

থালে অক্ষয়কুমারের এক্কেবারে ছায়াসঙ্গী। সূত্রের খবর অক্ষয়কুমার তাঁর দেহরক্ষীক বছরে ১.২ কোটি টাকার মাইনে দিয়ে থাকেন।

Image credits: Social Media
Bangla

জীতেন্দ্র সিন্ধে (অমিতাভ বচ্চনের দেহরক্ষী)

জীতেন্দ্র একটা সময় মুম্বই পুলিশের কনস্টেবল ছিলেন। বর্তমানে তিনি অমিতাভের ব্যক্তিগত দেহরক্ষী। সূত্রের খবর জীতেন্দ্র বছরে ১.৫ কোটি টাকার মাইনে পান।

Image credits: Social Media
Bangla

প্রকাশ সিং (অনুষ্কা শর্মার ব্যক্তিগত দেহরক্ষী)

সনু নামে পরিচিত প্রকাশ একদিকে যেমন অনুষ্কাকে সুরক্ষা দেন, তেমনি অনুষ্কার স্বামী বিরাট এবং মেয়ে ভামিকা-র সুরক্ষার দায়িত্ব তাঁর কাঁধে। এর জন্য বছরে ১.২ কোটি টাকার মাইনে পান প্রকাশ

Image credits: Social Media
Bangla

জালাল (দীপিকা পাড়ুকোনের দেহরক্ষী)

দীপিকা পাড়ুকোনের সঙ্গেও একজন দেহরক্ষী সবসময় ছায়ার মতো লেগে থাকেন। এনার নাম জালাল। বহু বছর ধরে দীপিকার সঙ্গে কাজ করছেন। জালালের বার্ষিক মাইনে ১.২ কোটি টাকা বলে সূত্রের খবর

Image credits: Social Media
Bangla

রাম সিং (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী)

বহু বছর ধরে প্রসেনিজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে কাজ করছেন রাম। এর জন্য বছরে বুম্বাদার কাছ থেকে ৮০ লক্ষ টাকার মাইনে তিনি পেয়ে থাকেন

Image credits: Twitter

Devdas: ২১ বছর পার করল ‘দেবদাস’, ছবি সম্পর্কে রইল একাধিক অজানা তথ্য

OMG 2: অভিনয়ের জন্য ছেড়েছিলেন মাছ-মাংস, জেনে নিন কেন এমন ত্যাগ করেন

মিনিট প্রতি ১ কোটি, দেখে নিন আইটেম ডান্স করতে মোট কত টাকা নিলেন উর্বশী

দেখে নিন Jawan ছবির জন্য কোন তারকার পকেটে ঢুকল কত কোটি