বিপাশা বসু অভিনীত পঙ্খ ছবিতে ড্রাগসের বিষয উঠে এসেছিল।
২০১১ সালে দম মারো দম ছবিতে ড্রাগ অ্যাডিকশন-র বিষয় উঠে এসেছে। অভিষেক বচ্চন, রানা ডাগ্গুবতী, বিপাশা বসু, আদিত্য পাঞ্চোলি ছিলেন ছবিতে।
২০২৩ সালে মুক্তি পায় ভোলা। এই ছবি ড্রাগসের বিষয় উঠে এসেছিল ছবিতে।
২০১৩ সালে মুক্তি পায় গো গো গন। সইফ আলি খান ছিলেন ছবির প্রধান চরিত্রে। ছবিতে উঠে এসেছিল স্মাগলিং-র কাহিনি।
২০১১ সালে মুক্তি পাওয়া শয়তান ছবিতে কাল্কী, রাজকুমার রাও, রাজীব খান্ডেলওয়াল অভিনয় করেছিল। ছবিতে ড্রাগসের বিষয় উঠে এসেছিল।
২০১৬ সালে মুক্তি পায় উড়তা পাঞ্জাব। শাহিদ কাপুরকে দেখা গিয়েছিল ছবিতে। ছবিতে উঠে এসেছিল ছবিতে উঠে এসেছিল স্মাগলিং -র কাহিনি।
২০০৮ সালে মুক্তি পাওয়া ফ্যাশনের ড্রাগসের বিষয় দেখানো হয়েছিল। ছবিতে ফ্যাশন জগতের কঠিন বাস্তব উঠে এসেছে।
সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু ছবিতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত কীভাবে ড্রাগ অ্যাডিকটেড হয়ে পড়েছিলেন।
দেখে নিন 'Project K' ছবির জন্য কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিলেন
শীঘ্রই বলিউডে ডেবিউ করবে এই আট Star Kids, দেখে নিন তালিকায় কে কে আছেন
Karan- Drisha wedding: রইল করণ-দৃশার বিয়ের কিছু অদেখা ছবি
হেভিওয়েট স্টার থাকা সত্ত্বেও ফ্লপ করেছে এই ছবিগুলো, রইল তালিকা