গম হ্যায় কিসি কি পেয়ার মে সিরিয়ালে আসছে নতুন মোড়। দেখা মিলবে একরাশ নতুন মুখের। নতুন প্রজন্মের গল্প নিয়ে আসছে সিরিয়ালটি।
গম হ্যায় কিসি কি পেয়ার মে সিরিয়ালে এবার দেখা যাবে সত্য সইকে সব ছেড়ে যাওয়ার কথা জানাবে।
সই ফের বিরাটের কাছে ফিরে আসবে। তবে, তাঁদের সম্পর্কে আর নতুন কোনও পরিবর্তন হবে না।
একাধিক টুইস্ট আসতে চলছে সিরিয়ালে। জানা গিয়েছে, গল্পে মৃত্যু হতে চলেছে তাদের।
প্লেন দুর্ঘটনার কারণে অসম্পূর্ণ থেকে যাবে সাই ও বিরাটের প্রেম।
বিরাট ও সাই-র মৃত্যুর পর গল্পে ফিরবে পাখি। এবার তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
ভাবিকা শর্মার এন্ট্রি হতে চলেছে সিরিয়ালে। তাঁকে দেখা যাবে সবি-র চরিত্রে।
অভিষেক নিগম দেখা দেবেন সিরিয়ালে। বিনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে।
Richest Actors: রইল বিশ্বের সব থেকে ধনী সাত অভিনেতার তালিকা
মধু মন্তেনার বিয়েতে বসেছিল চাঁদের হাট, দেখে নিন কে কে উপস্থিত ছিলেন
সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন 'অনিতা ভাবী', রইল তারই ঝলক
Mika Singh: গায়কের জন্মদিনে রইল তাঁর গাওয়ার কয়টি হিট গানের কথা