Bangla

নতুন ছবিরের ছবির তালিকা

চলতি বছরে মুক্তি পেয়েছে শাহরুখ খান ও সলমন খানের ছবি। তবে, আর শাহরুখ-সলমন নন, ২০২৪-এ বক্স অফিসে পা দেবেন এই ছয় তারকা।

Bangla

হৃতিক রোশন

২০২৪ সালে মুক্তি পাবে হৃতিক রোশন অভিনীত ফাইটার। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরকে দেখা যাবে ছবিতে। ছবিটি পরিচালনা করবেন সিদ্ধান্ত আনন্দ।  

Image credits: instagram
Bangla

টাইগার স্রফ

বরে মিঞা ছোটে মিয়া ছবিতে ২০২৪ সালে দেখা দেবেন টাইগার স্রফ। ৩৫০ কোটি বাজেটের এই ছবিটি। ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল।  

Image credits: instagram
Bangla

সিদ্ধার্থ মালহোত্রা

ওয়্যারিয়র ছবি দিয়ে মুক্তি পাবে ২০২৪ সালে। ২০২৩ সালে ওটিটি-তে মুক্তি পায় মিশন মজনু। তবে, সেই ছবিতে রশ্মিকার সঙ্গে জুটি বাঁধেন সিদ্ধার্থ মালহোত্রা।  

Image credits: instagram
Bangla

অজয় দেবগণ

১৫ অগস্ট ২০২৪ সালে বক্স অফিসে মুক্তি পাবে সিংঘম এগেন। ২০২৩ সালে অজয় অভিনীত ভোলা মুক্তি পায়। তবে, ছবিটি সেভাবে সফল হয়নি। নতুন বছরে নতুন উদ্যোগ নিয়ে আসছেন অজয় দেবগণ। 

Image credits: instagram
Bangla

অক্ষয় কুমার

অক্ষয় কুমার অভিনীত ওএমনজি ২ মুক্তি পায় ২০২৩ সালে। এই ছবিটি তেমন সফল হয়নি। বরং, তৈরি করেছিল বিতর্ক। ২০২৪ সালে ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং বরে মিঞা ছোটে মিয়া ছবি নিয়ে আসছেন অভিনেতা।

Image credits: instagram
Bangla

কার্তিক আরিয়ান

চন্দু চ্যাম্পিয়ন নিয়ে ২০২৪ সালে বক্স অফিসে পা দেবেন কার্তিক আরিয়ান। জুলাই মাসে মুক্তি পাবে কার্তিক অভিনীত ছবি। 

Image credits: instagram
Bangla

শাহরুখ-সলমন

২০২৪ সালে আপাতত শাহরুখ খান ও সলমন খানের ছবি মুক্তির কথা জানা যায়নি। বরং, ২০২৪ সালে বক্স অফিসে আসতে চলেছে এই ছয় তারকার ছবি। 

Image credits: instagram

পারিশ্রমিক থেকে সম্পত্তি- জন্মদিনে রইল রজনীকান্ত সম্পর্কে অজানা কথা

বাহুবলি ২ থেকে জওয়ান- দ্বিতীয় রবিবার সর্বাধিক আয় করেছিল এই ১০টি ছবি

২০২৩ সালে সর্বাধিক হিট দিয়েছেন এই আট দক্ষিণী তারকা, দেখে নিন তালিকা

চলতি বছরে মুক্তি পাওয়া এই পাঁচটি ছবি সব থেকে বেশি আয় করেছে বিদেশে