Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

১৬ জুন যখন ছবিটি মুক্তি পায়, তখন এটি আক্রমণের মুখে পড়ে। একটি পৌরাণিক চলচ্চিত্রে যে ধরনের সংলাপ এবং ভিএফএক্স ব্যবহার করা হয়েছে তা সমালোচনার শিকার হয়।

Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় জায়গা করে নিয়েছে। বেশ কয়েকদিন কেটে গেলেও আলোচনা থামছে না।

Image credits: Twitter
Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

জানা গিয়েছে বড় তথ্য। 'বাহুবলী' ছবিতে অভিনয় করে সবাইকে মন্ত্রমুগ্ধ করে তোলা প্রভাসকে 'রাম' রূপে মানুষ পছন্দ করেননি। তাঁর অভিনয় নিয়েও কাঁটাছেঁড়া চলছে।

Image credits: Social Media
Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

কিন্তু আপনি কি জানেন যে প্রথমে প্রভাস নিজেও এই চরিত্রের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি করতেই চাননি এই চরিত্রে অভিনয়।

Image credits: Instagram
Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

কিন্তু তারপর পরিচালক ওম রাউত তাকে রাজি করান। পরিচালক নিজেই এ কথা জানিয়েছেন।

Image credits: instagram
Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

ওম রাউত বলেছিলেন, 'সত্যি বলতে, তাকে বোঝানো সহজ ছিল না কারণ মহামারী চলাকালীন প্রভাসের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, কিন্তু রাজি হননি তিনি।

Image credits: prabhas instagram
Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

যখন ওম রাউত প্রস্তাব দেন রাম চরিত্র করার। প্রভাস হেসে উড়িয়ে দেন। প্রভাস বলেন আপনি ঠিক আছেন তো!

Image credits: adipurush instagram
Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

ওম রাউত প্রভাসকে বলেন তিনি সব ভেবে রেখেছেন। তিনি চান প্রভাস যেন শ্রীরামের চরিত্রে অভিনয় করেন।

Image credits: instagram
Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

তারপরেও প্রভাস রাজি না হওয়ায় একদিনের মধ্যে বিমান ধরে মুম্বই থেকে হায়দরাবাদ পৌঁছন ওম রাউত। সেখানে বসে কথা হয় দুজনের।

Image credits: instagram
Bangla

রামের চরিত্রে প্রভাসের 'না'

ওম রাউতের কথা শুনে আত্মবিশ্বাস পান প্রভাস। ছবির ব্যাপারে বিস্তারিত কথা হয়। তারপরেই রাম চরিত্রে অভিনয় করতে রাজি হন প্রভাস।

Image credits: instagram

১০ এই পাকিস্তানি নায়িকার লুক লুঠে নেবে পুরুষদের হৃদয়, চিনে নিন তাদের

শেহনাজের মুখে-চোখে অবসাদের ছোঁয়া, ছুটিতে গিয়ে ছবি পোস্ট করলেন নায়িকা

কবে বিয়ে করছেন তমন্না, ফাঁস হল গোপন রহস্য

Prabhas: রইল প্রভাসের কেরিয়ারের ১০টি হিট ছবির হদিশ