Bangla

বর্ষম

২০০৪ সালে মুক্তি পাওয়া তেলেগু ছবি বর্ষম-এ নজর কেড়েছিলেন প্রভাস।

Bangla

ছত্রপতি

২০০৫ সালে মুক্তি পাওয়া ছত্রপতি ছবিতে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন প্রভাস। শ্রিয়া সরণ, ভানুপ্রিয়ার সঙ্গে কাজ করেছিলেন প্রভাস।

Image credits: prabhas instagram
Bangla

মুন্না

২০০৭ সালে মুক্তি পাওযা মুন্না ছবিতে ইলিয়ানা ডিক্রুজ, প্রকাশ রাজের সঙ্গে কাজ করেছিলেন প্রভাস।

Image credits: prabhas instagram
Bangla

ডার্লিং

২০১০ সালে মুক্তি পায় ডার্লিং। কমেডি, ড্রামা এই ছবিতে কাজল আগরওযালের সঙ্গে কাজ করেছিলেন প্রভাস।

Image credits: prabhas instagram
Bangla

মিস্টার পারফেক্ট

২০১১ সালে মুক্তি পাওয়া মিস্টার পারফেস্ট ছবিতে সকলের নজর কেড়েছিলেন প্রভাস।

Image credits: prabhas instagram
Bangla

মিরচ

২০১৩ সালে মুক্তি পাওয়া মিরচ প্রভাসের কেরিয়ারে অন্যত ছবি। অ্যাকশন, ড্রামা ছবিতে নজর কেড়েছিলেন প্রভাস।

Image credits: prabhas instagram
Bangla

বাহুবলী: দ্য বিগিনিং

২০১৫ সালে মুক্তি পায় বাহুবলী দ্য বিগিনিং। এটি তাঁর কেরিয়ারের একটি হিট ছবি। রানা ডাগ্গুবতী, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন প্রভাস।

Image credits: prabhas instagram
Bangla

বাহুবলী ২: দ্য কনক্লুশন

২০১৭ সালে মুক্তি পায় বাহুবলী ২: দ্য কনক্লুশন। এটিও প্রভাসের কেরিয়ারের একটি হিট ছবি।

Image credits: prabhas instagram
Bangla

শাহ

২০১৯ সালে মুক্তি পাওয়া শাহ ছবিতে জমিয়ে অ্যাকশন করেছিলেন প্রভাস। শ্রদ্ধা কাপুর, জ্যাকলিনের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

Image credits: prabhas instagram
Bangla

রাধে শ্যাম

২০২২ সালে মুক্তি পায় রাধে শ্যাম। পুজা হেগড়ের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।

Image credits: prabhas instagram

মেকআপ ছাড়া এই সকল বলিউড নায়িকাকে চেনা দায়, রইল ছবি

ভাইরাল কৃতি শ্যাননের 'Desi Look', প্রোমোশনে নজর কাড়লেন নায়িকা

Sushant Singh Rajput: মৃত্যুবার্ষিকীতে রইল সুশান্তের সেরা ছবির তালিকা

৭ টা ট্যুইস্টে 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়', ১ চালে বদলে যাবে খেলা