Bangla

তমন্না

সদ্য প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন তমন্না ভাটিয়া।

Bangla

তমন্নার প্রেম

জানালেন চুটিয়ে প্রেম করছেন বিজয় বর্মার সঙ্গে।

Image credits: tamannaah bhatia instagram
Bangla

প্রেমের শুরু

‘লাস্ট স্টোরিজ ২’ ছবির সেটে শুরু হয়েছে প্রেম। বিজয় ছাড়াও দেখা যাবে নীনা গুপ্তা, কাজল, ম্রুণাল ঠাকুর, তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষ-সহ আরও অনেকে।

Image credits: tamannaah bhatia instagram
Bangla

বিয়ে

এবার জানালন কবে বিয়ে করছেন।

Image credits: tamannaah bhatia instagram
Bangla

তমন্নার বিয়ে

সদ্য এক সাক্ষাৎকারে, তমন্না জানান বিয়ে কবে করবেন তিনি।

Image credits: tamannaah bhatia instagram
Bangla

বিয়ে

তামান্না বলেন, বিয়ে একটি বড় দায়িত্ব।

Image credits: tamannaah bhatia instagram
Bangla

তমন্না ভাটিয়া

বললেন, অনেক দায়িত্ব, অনেক আয়োজন। কুকুর পোষা, গাছ লাগানো কিংবা বাচ্চা মানুষ করার মতো হাজার একটা প্রসঙ্গ এসে পড়ে।

Image credits: tamannaah bhatia instagram
Bangla

তমন্না ও বিজয়

বহুদিন ধরেই তমন্না ও বিজয়ের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে চলছিল জল্পনা।

Image credits: tamannaah bhatia instagram
Bangla

তমন্নার প্রেম

নববর্ষের পার্টিতে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। পার্টিতে একসঙ্গে নাচতে দেখা যায়। কেমনই কখনও এয়ারপোর্ট তো কখনও ডিনারে দেখা যেত তাদের।

Image credits: tamannaah bhatia instagram
Bangla

তমন্নার প্রেম

এবার স্বীকার করল সম্পর্কের কথা।

Image credits: tamannaah bhatia instagram

Prabhas: রইল প্রভাসের কেরিয়ারের ১০টি হিট ছবির হদিশ

মেকআপ ছাড়া এই সকল বলিউড নায়িকাকে চেনা দায়, রইল ছবি

ভাইরাল কৃতি শ্যাননের 'Desi Look', প্রোমোশনে নজর কাড়লেন নায়িকা

Sushant Singh Rajput: মৃত্যুবার্ষিকীতে রইল সুশান্তের সেরা ছবির তালিকা