সদ্য প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন তমন্না ভাটিয়া।
জানালেন চুটিয়ে প্রেম করছেন বিজয় বর্মার সঙ্গে।
‘লাস্ট স্টোরিজ ২’ ছবির সেটে শুরু হয়েছে প্রেম। বিজয় ছাড়াও দেখা যাবে নীনা গুপ্তা, কাজল, ম্রুণাল ঠাকুর, তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষ-সহ আরও অনেকে।
এবার জানালন কবে বিয়ে করছেন।
সদ্য এক সাক্ষাৎকারে, তমন্না জানান বিয়ে কবে করবেন তিনি।
তামান্না বলেন, বিয়ে একটি বড় দায়িত্ব।
বললেন, অনেক দায়িত্ব, অনেক আয়োজন। কুকুর পোষা, গাছ লাগানো কিংবা বাচ্চা মানুষ করার মতো হাজার একটা প্রসঙ্গ এসে পড়ে।
বহুদিন ধরেই তমন্না ও বিজয়ের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে চলছিল জল্পনা।
নববর্ষের পার্টিতে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। পার্টিতে একসঙ্গে নাচতে দেখা যায়। কেমনই কখনও এয়ারপোর্ট তো কখনও ডিনারে দেখা যেত তাদের।
এবার স্বীকার করল সম্পর্কের কথা।
Prabhas: রইল প্রভাসের কেরিয়ারের ১০টি হিট ছবির হদিশ
মেকআপ ছাড়া এই সকল বলিউড নায়িকাকে চেনা দায়, রইল ছবি
ভাইরাল কৃতি শ্যাননের 'Desi Look', প্রোমোশনে নজর কাড়লেন নায়িকা
Sushant Singh Rajput: মৃত্যুবার্ষিকীতে রইল সুশান্তের সেরা ছবির তালিকা