Bangla

কেরিয়ারের পথ চলা

কেরিয়ারের শুরুতে নানান কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন প্রিয়াঙ্কা।

Bangla

দীর্ঘ লড়াই

দীর্ঘ লড়াই করতে হয়েছে কেরিয়ারে সাফল্য পাওয়ার জন্য।

Image credits: priyanka chopra instagram
Bangla

অভিনীত ছবি

অপছন্দের চরিত্রে অভিনয় করতে হয়েছে প্রিয়াঙ্কাকে।

Image credits: priyanka chopra instagram
Bangla

বলিউড পলিটিক্স

কদিন আগে বলেছিল বলিউড পলিটিক্সের কথা।

Image credits: priyanka chopra instagram
Bangla

কেরিয়ারের স্ট্রাগেল

এবার জানালেন, কেরিয়ারের শুরুতে কীভাবে স্ট্রাগেল করতে হয়েছিল তাঁকে।

Image credits: priyanka chopra instagram
Bangla

সাক্ষাৎকার

সদ্য প্রকাশ্য এসেছে পিগির একটি সাক্ষাৎকার। সেখানে তিনি জানান কেরিয়ারের শুরুতে কতটা লড়াই করতে হয়েছিল।

Image credits: Instagram
Bangla

দীর্ঘক্ষণ অপেক্ষা

সাক্ষাৎকার বলেন, একটি ছবিতে কাজ করতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। 

Image credits: Instagram
Bangla

সংলাপ

অপেক্ষা করার পর তাঁকে এমন সংলাপ দেওয়া হত, যা তার পছন্দ হত না।

Image credits: instagram
Bangla

লক্ষ্মীমন্ত মেয়ে

ছবিতে লক্ষ্মীমন্ত মেয়ে হিসেবে দেখানো হয়েছিল। যা তিনি নন।

Image credits: varindertchawla
Bangla

অভিনয়

ছবির নাম না করলেও নিজের সমস্যার কথা জানান পিগি। 

Image credits: Getty

Kriti Sanon: এথনিক সেটে দেখা দিলেন কৃতি, মুহূর্তে ভাইরাল ছবি

২৬ কেজি মেদ কমিয়ে চমক রণদীপ হুডার, আসছে নতুন ছবি

Cannes 2023: রেড কার্পেটে অনুষ্কা শর্মা, রইল তাঁর ফেস্টিভ্যাল লুক

Cannes 2023: কালো গাউনে রেড কার্পেটে সানি লিওন, রইল ছবি