চলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। একে একে তারকারা হাজির হচ্ছেন উৎসবে।
সম্প্রতি, ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হলেন সানি লিওন। এর আগে উর্বশী রাউতেলা, ঐশ্বর্য রাই বচ্চন, অনুরাগ কাশ্যপ থেকে মৌনি অনেকেই উপস্থিত হয়েছেন উৎসবে।
কালো রঙের সিমারি কাজ করে গাউনে দেখা গেল নায়িকাকে।
Zeena Zaki -র ডিজাইন করা পোশাকে সেজেছিলেন নায়িকা।
সঙ্গে ম্যাচিং করে নিয়েছিলেন কালো রঙের ব্যাগ।
এদিন কালো পোশাকে সানি লিওন নজর কাড়েন উপস্থিত সকলের। এর আগে সাদা ট্রাইজার ও কালো টপে দেখা গিয়েছিল সানিকে।
অনুরাগ কাশ্যপের ছবি কেনেডি প্রদর্শিত হয়েছে উৎসবে। আর এই ছবির কারণেই সেখানে গিয়েছেন সানি।
জানা গিয়েছে, সানির অভিনয়ে মুগ্ধ হয়েছেন হয়েছেন উৎসবে উপস্থিত সকল দর্শক।
Cannes 2023: কালো পোশাকে ভাইরাল শ্রুতি হাসানের লুক, দেখে নিন এক ঝলকে
Cannes 2023: সবুজ পালক পোশাকের পর লাল-কালো গাউনে হাজির উর্বশী
Cannes 2023: ভাইরাল কান ফিল্ম ফেস্টিভ্যালে মৌনীর লুক, রইল ছবি
মা হচ্ছেন অজয়ের 'রিল' কন্যা, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি