কান ফিল্ম ফেস্টিভ্যাল
Bangla

কান ফিল্ম ফেস্টিভ্যাল

ক্রিম রঙের পোশাকে রেড কার্পেটে হাজির অনুষ্কা শর্মা।  

রেড কার্পেট
Bangla

রেড কার্পেট

গত রাতের ইভেন্টে রেড কার্পেটে ডেবিউ করলেন অনুষ্কা শর্মা।

Image credits: Getty
বডিকন ড্রেস
Bangla

বডিকন ড্রেস

ক্রিম রঙের বডিকন ড্রেসে হাজির হলেন অনুষ্কা শর্না।  

Image credits: Getty
পোশাকের নকশা
Bangla

পোশাকের নকশা

পোশাকের ওপরের অংশে ছিল বিশেষ ফুলের নকশা। 

Image credits: Getty
Bangla

অনুষ্কার লুক

প্রথম দিন রেড কার্রপেটে হেঁটে নকলের নজর কাড়লেন অনুষ্কা শর্মা। 

Image credits: Getty
Bangla

কান চলচ্চিত্র উৎসব

৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন একাধিক বলিতারকা। ১৬ মে থেকে শুরু হয়েছে উৎসব। ২৭ মে পর্যন্ত চলবে উৎসব।

Image credits: Getty
Bangla

বলি তারকা

উর্বশী রাউতেলা, ঐশ্বর্য রাই বচ্চন, সারা আলি খান, অনুষ্কা শর্মা, মানুসী চিল্লার থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ- হাজির হচ্ছেন এবছর কান ফিল্ম ফেস্টিভ্যাসে।

Image credits: Getty
Bangla

রেড কার্পেট

এবর হাজির হলেন অনুষ্কার শর্মা। এই প্রথম রেড কার্পেটে পা রাখলেন অভিনেত্রী। 

Image credits: Getty
Bangla

গাউন

Richard Quinn এর গাউনে হাজির হন অনুষ্কা শর্মা। 

Image credits: Getty
Bangla

ছিমছাম সাজ

এদিন সাদা গাউনের সঙ্গে ছিমছাম সাজে দেখা যায় অনুষ্কাকে। 

Image credits: Anushka Sharma Instagram

Cannes 2023: কালো গাউনে রেড কার্পেটে সানি লিওন, রইল ছবি

Cannes 2023: কালো পোশাকে ভাইরাল শ্রুতি হাসানের লুক, দেখে নিন এক ঝলকে

Cannes 2023: সবুজ পালক পোশাকের পর লাল-কালো গাউনে হাজির উর্বশী

Cannes 2023: ভাইরাল কান ফিল্ম ফেস্টিভ্যালে মৌনীর লুক, রইল ছবি