৪৫-এ নিজেকে আরও আকর্ষণীয় করতে রানি মুখোপাধ্য়ায়ের মত শাড়ি বাছুন
২১শে মার্চে জন্ম নেওয়া বলিউডের প্রিয় তারকা রাণী মুখার্জী হলেন শাড়ি কুইন। তিনি সনাতনী পোশাকে শাড়ি স্টাইল করেন। ব্লাউজে তিনি আধুনিকতার ছোঁয়া দেন।
রাণী মুখার্জী ব্রাউন কটন সিল্ক শাড়ির সাথে সিলভার ডিপ নেক ব্লাউজ পরেছেন। যাতে তাকে বেশ ক্লাসিক লাগছে। চুলে গাজরা ও ডায়মন্ড নেকলেস দিয়ে শাড়ির লুক সম্পূর্ণ করেছেন।
বয়সকালে যদি পিয়া জিকে মাতাল করতে চান, তাহলে লাল রঙের শাড়ি একদম পারফেক্ট। সাধারণ সাটিনের শাড়ির সাথে স্লিভলেস ডিপ নেকের ব্লাউজ বেছে নিন।
সাদা রঙের শাড়িতে রাণী মুখার্জীকে বেশ সাহসী দেখাচ্ছে। শাড়ির পাড়ে কালো রঙের সাধারণ লেস লাগানো হয়েছে। এর সাথে তিনি ডিপ নেকলাইনের হাফ হাতা ব্লাউজ পরেছেন।
হালকা নীল রঙের জরি কাজের এই শাড়ি যে কোনো পার্টিতে পরতে পারেন। রাণী মুখার্জীর মতো করে শাড়ি স্টাইল করুন আর হালকা মেকআপ করুন।
ধূসর রঙের টিস্যু শাড়িতে রাণীকে বেশি বয়সেও বেশ আকর্ষণীয় লাগছে। এই ধরণের শাড়ি ২-৪ হাজারের মধ্যেই কিনতে পারবেন। ব্রালেট ব্লাউজের সাথে শাড়ি পরুন।
সোনালী রঙের পেপার সিল্ক শাড়ি যেকোনো বিশেষ অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। ম্যাচিং ব্লাউজের সাথে শাড়ি পরুন। গলায় সোনালী গয়নাও পরতে পারেন।