Bangla

৪৯-এ পা

৪৯-এ পা দিলেন রবিনা টন্ডন। বেশ কিছু বছর বলিউড থেকে দূরে থাকার পর ফের শুরু করেছেন কাজ। 

Bangla

ছবির কাজ

শীঘ্রই কাজ করতে চলেছেন অক্ষয় কুমারের সঙ্গে। ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে দেখা যাবে এই পুরনো হিট জুটি। 

Image credits: Social Media
Bangla

নায়িকার গোপন প্রেম

অভিনয় তো বটেই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় খবরে থাকতেন রবিন টন্ডন। বিয়ের আগে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আজ রইল নায়িকার গোপন প্রেমের খবর।

Image credits: Social Media
Bangla

অক্ষয় ও রবিনা

দীর্ঘদিন অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্কে ছিলেন রবিন। এই সম্পর্ক নাকি বিয়ে পর্যন্ত এগিয়ে যাচ্ছিল। তবে, অক্ষয়ের ভুলেই ভাঙে সেই প্রেম। 

Image credits: Social Media
Bangla

অজয় ও রবিনা

অজয় দেবগণের সঙ্গে সম্পর্কে ছিলেন রবিনা টন্ডন। কিন্তু, একটি ছবির কাজের সময় করিশ্মা কাপুরের প্রতি দুর্বল হয়ে পড়েন অজয়। তারপর ইতি ঘটে রবিনা  ও অজয়ের সম্পর্কের।   

Image credits: Social Media
Bangla

সানি দেওল ও রবিনা

সানি দেওলের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে ছিলেন রবিন। সে সময় সানি বিবাহিত ছিলেন। কিন্তু, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা পরিকল্পনাও করেননি সানি। সেই কারণে ভেঙে যায় সানি ও রবিনার প্রেম। 

Image credits: Social Media
Bangla

বিয়ে

শেষে অনিল ঠান্ডানিকে বিয়ে করেন রবিনা। ২০০৪ সালে বিয়ে করেন তাঁরা বর্তমানে দুই সন্তান আছে অনিল ও রবিনার। তাঁদের মেয়ে রাশা ঠান্ডানি প্রায়শই আসছেন খবরে। 

Image credits: Instagram
Bangla

চার সন্তান

এদিকে বিয়ের আগেও দুই সন্তান ছিল রবিনার। তিনি দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন। 

Image credits: Getty
Bangla

রিয়েলিটি শো

বর্তমানে ছবির কাজ ছাড়াও বিভিন্ন শো-তে দেখা যাচ্ছে রবিনাকে। প্রায় তিন দশক ধরে বলিউডের সঙ্গে যুক্ত আছেন রবিনা। আজও তিনি বহু মানুষের পছন্দের নায়িকার দলে স্থান পান।

Image credits: Instagram

Nude ফোটোশ্যুট করে খবরে এসেছিলেন এই কয় বলি নায়িকা, দেখে নিন কে কে

Durga Puja 2023: সিঁদূর খেলায় মাতলেন বলি সেলেবরা, দেখুন ছবি

শাড়িতে সুন্দরী বলি-স্টার, দেখুন ৯ অভিনেত্রীর চোখ ধাঁধানো ছবি

লঙ্কারাজ রাবণের চরিত্রে সেরা ১০ অভিনেতাকে এক ঝলকে দেখে নিন