মনিশ বহেলের মেয়ে প্রানূতন বহেল সলমন খানের নোটবুক ছবিতে প্রথম কাজ করেন। তবে, তিনি নিজের পরিচিতি গড়তে ব্যর্থ হন।
Image credits: instagram
Bangla
সাই মাঞ্জরেকর
সাই মাঞ্জরেকর-ও বলিউডে পা রাখেন সলমন খানের হাত ধরে। তাঁর প্রথম ছবি দাবাং ৩। এর পর নিজের পরিচিতি গড়তে ব্যর্থ হয় সে।
Image credits: instagram
Bangla
অহন শেট্টি
সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি-র সলমন খানের ছবি দিয়ে বলিউডে ডেবিউ করলেও এখনও তাঁকে অন্য কোনও ছবিতে দেখা যায়নি।
Image credits: instagram
Bangla
সোনাক্ষী সিনহা
সলমন খানের সঙ্গে একাধিক কাজ করেছেন সোনাক্ষী সিনহা। তাঁর হাত ধরেই বলিউডে পা দেওয়া সোনাক্ষী সিনহার। তবে, এখনও নিজের অভিনয় দ্বারা সেভাবে পরিচিতি পাননি নায়িকা।
Image credits: instagram
Bangla
সূরয পাঞ্চোলি
সূরয পাঞ্চোলি-ও সলমন খানের হাত ধরে বলিউডে ডেবিউ করেন। তবে, এখনও পর্যন্ত সফল হননি তিনি।
Image credits: instagram
Bangla
অথিয়া শেট্টি
অথিয়া শেট্টির বলিউডে পা রাখাল সলমন খানের হাত ধরে। তবে, তার পর থেকে সেভাবে কাজ করতে দেখা যায়নি তাঁকে।
Image credits: instagram
Bangla
আয়ুশ শর্মা
সলমন খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন আয়ুশ শর্মা। তা সত্ত্বেও নিজের অভিনয় দক্ষতা বলে পরিচিতি গড়তে পারেনি আয়ুশ।
Image credits: instagram
Bangla
জাহির ইকবাল
সলমন ঘনিষ্ঠ এক ব্যক্তির ছেলে জাহির ইকবাল। নোটবক ছবি দিয়ে তিনি বলিউডে পা রাখেন। তবে, আর তাঁকে অভিনয় করতে দেখা যায়নি।