Bangla

এলিজা অগ্নিহোত্রি

এলিজা অগ্নিহোত্রি বলিউডে পা রাখেন সলমন খানের হাত ধরে। তবে, তাঁর অভিনীত ছবি মুখ থুবড়ে পড়ে। একেবারেই নিজের পরিচিতি গড়তে পারেনি এলিজা। 

Bangla

প্রানূতন বহেল

মনিশ বহেলের মেয়ে প্রানূতন বহেল সলমন খানের নোটবুক ছবিতে প্রথম কাজ করেন। তবে, তিনি নিজের পরিচিতি গড়তে ব্যর্থ হন।  

Image credits: instagram
Bangla

সাই মাঞ্জরেকর

সাই মাঞ্জরেকর-ও বলিউডে পা রাখেন সলমন খানের হাত ধরে। তাঁর প্রথম ছবি দাবাং ৩। এর পর নিজের পরিচিতি গড়তে ব্যর্থ হয় সে। 

Image credits: instagram
Bangla

অহন শেট্টি

সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি-র সলমন খানের ছবি দিয়ে বলিউডে ডেবিউ করলেও এখনও তাঁকে অন্য কোনও ছবিতে দেখা যায়নি। 

Image credits: instagram
Bangla

সোনাক্ষী সিনহা

সলমন খানের সঙ্গে একাধিক কাজ করেছেন সোনাক্ষী সিনহা। তাঁর হাত ধরেই বলিউডে পা দেওয়া সোনাক্ষী সিনহার। তবে, এখনও নিজের অভিনয় দ্বারা সেভাবে পরিচিতি পাননি নায়িকা। 

Image credits: instagram
Bangla

সূরয পাঞ্চোলি

সূরয পাঞ্চোলি-ও সলমন খানের হাত ধরে বলিউডে ডেবিউ করেন। তবে, এখনও পর্যন্ত সফল হননি তিনি।  

Image credits: instagram
Bangla

অথিয়া শেট্টি

অথিয়া শেট্টির বলিউডে পা রাখাল সলমন খানের হাত ধরে। তবে, তার পর থেকে সেভাবে কাজ করতে দেখা যায়নি তাঁকে। 

Image credits: instagram
Bangla

আয়ুশ শর্মা

সলমন খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন আয়ুশ শর্মা। তা সত্ত্বেও নিজের অভিনয় দক্ষতা বলে পরিচিতি গড়তে পারেনি আয়ুশ। 

Image credits: instagram
Bangla

জাহির ইকবাল

সলমন ঘনিষ্ঠ এক ব্যক্তির ছেলে জাহির ইকবাল। নোটবক ছবি দিয়ে তিনি বলিউডে পা রাখেন। তবে, আর তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। 

Image credits: instagram

এই ১০টি ছবির দৌলতে ‘কিং খান’ তকমা পেয়েছেন শাহরুখ, রইল হিট ছবির তালিকা

দেখে নিন চলতি মাসে OTT-তে মুক্তি পাবে কোন কোন ওয়েব সিরিজ ও ছবি

ঐশ্বর্য-অভিষেক জুটির তালিকায় অধিকাংশ ফ্লপ ছবি, একসঙ্গে করেছেন এই ৮ ছবি

বিগ বস থেকে ইন্ডিয়ান আইডল- সব থেকে বেশি দিন চলেছে এই ১০টি রিয়েলিটি শো