Bangla

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুক্তি পায় ১৯৯৫। আজও হিট বলিউড ছবির তালিকায় স্থান পায় ছবিটি।

Bangla

ডর

জুঁহি চাওলার সঙ্গে কাজ করেন এই ছবিতে। ১৯৯৩ সালে মুক্তি পায় ডর। ১০.৭৪ কোটি আয় করেছিল ছবিটি।

Image credits: instagram
Bangla

কুছ কুছ হোতা হ্যায়

৮০ কোটি টাকা ব্যবসা করেছিল কুছ কুছ হোতা হ্যায়। ছবিটি মুক্তি পায় ১৯৯৮ সালে।

Image credits: Instagram
Bangla

দিল তো পাগল হ্যায়

দিল তো পাগল হ্যায় আয় করেছিল ৬০ কোটি। ১৯৯৭ সালে মুক্তি পায় ছবিটি।

Image credits: instagram
Bangla

মহব্বতে

২০০০ সালে মুক্তি পাওয়া মহব্বতে শাহরুখের কেরিয়ারের অন্যতম ছবি। সে সময় ব্যাপক হিট করে ছবিটি।

Image credits: our own
Bangla

বাজিগর

১৯৯৩ সালে মুক্তি পায় বাজিগর। ছবিটি সে সময় আয় করেছিল ১৪ কোটি টাকা।

Image credits: instagram
Bangla

জওয়ান

বাদশা অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি জওয়ান। ৬২০ কোটি আয় করেছিল ছবিটি।

Image credits: Instagram
Bangla

রব নে বানাদি জোড়ি

রব নে বানাদি জোড়ি ছবিটিও ব্যাপক হিট করেছিল। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।

Image credits: instagram
Bangla

চেন্নাই এক্সপ্রেস

২৭৮ কোটি ব্যবসা করেছিল চেন্নাই এক্সপ্রেস। দীপিকার সঙ্গে এই ছবিতে জুটি বাঁধেন বাদশা।

Image credits: instagram
Bangla

পাঠান

চলতি বছরে মুক্তি পাওয়া পাঠান বাদশার কেরিয়ারের অন্যতম ছবি। ৬১৭ কোটি আয় করেছিল ছবিটি।

Image credits: Instagram

দেখে নিন চলতি মাসে OTT-তে মুক্তি পাবে কোন কোন ওয়েব সিরিজ ও ছবি

ঐশ্বর্য-অভিষেক জুটির তালিকায় অধিকাংশ ফ্লপ ছবি, একসঙ্গে করেছেন এই ৮ ছবি

বিগ বস থেকে ইন্ডিয়ান আইডল- সব থেকে বেশি দিন চলেছে এই ১০টি রিয়েলিটি শো

৩টি ছবির ব্যবসা ১১০০ কোটি টাকা, সুপারস্টারের জীবন কেটেছিল দারিদ্রে