প্রথম কাজ পেয়ার কে পঞ্চনামা। এরপর ২০১৫ সালে মুক্তি পায় ওয়েডিং পুল্লভ।
সেই বছরই মুক্তি পায় ‘পেয়ার কা পঞ্চনামা ২’। ছবিতে সুপ্রীয়ার চরিত্রে দেখা যায় তাঁকে।
২০১৮ সালে আসে সোনু কে টিটু কি সুইটি। তবে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সোনালীকে।
২০২০ সালে মুক্তি পায় সোনালী অভিনীত জয় মাম্মি দি। ছবিতে নজর কাড়েন সোনালী।
নুরানি চাচেরা, ব্ল্যাক কারেন্সি, বন্দি রায়তার মতো ছবি রয়েছে সোনালীর হাতে।
মিউজিক ভিডিওতে কাজ করেছেন সোনালী। ‘ঢোলনা’, ‘চুরি’-র মতো মিউজিক ভিডিও-তে কাজ করেন।
আপাতত তিনটি ওয়েব সিরিজে কাজ করেছেন। তাঁর অভিনীত সিরিজে প্রশংসিত হয়েছে সোনালীর অভিনয়।
কলকাতায় জন্ম সোনালীর। বেড়ে ওঠাও কলকাতায়। পরে অভিনয়ের কারণে মুম্বইয়ে যান সোনালী।
আপাতত সাত পাকে বাঁধা পড়লেন সোনালী। রেস্তোরাঁ ব্যবসায়ী অশেষ এল সাজনানির সঙ্গে বিয়ে করেন তিনি।
দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিয়ে করেন সোনালী-অশেষ এল সাজনানি।