Bangla

'বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩' লেটেস্ট ট্র্যাক

বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩-র লেটেস্ট ট্র্যাকে দেখা যাচ্ছে যে রাম (নকুল মেহেতা) আর প্রিয়া (দিশা পারমার) ৩ মাসের চুক্তিতে বিয়ে করার জন্য রাজি করিয়ে নিয়েছে

Bangla

নিজেকে দোষী মানছেন রাম-প্রিয়া

বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩-  দেখানো হচ্ছে রাম ও প্রিয়া লোক দেখানো বিয়ে করছে৷ এই সিদ্ধান্ত নিয়ে তারা বাবা মাকেও ধোঁকায় রেখেছেন৷ কিন্তু এই কাজের জন্য তারা নিজেদের দোষী মনে করেছেন

Image credits: FB
Bangla

রাম-প্রিয়ার সিদ্ধান্তে প্রচণ্ড চিন্তিত যুবরাজ

বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩-  আগে দেখানো হবে যুবরাজ (অক্ষিত সুখিজা) রাম- প্রিয়ার এই লোক দেখানো বিয়ের খবর নিয়ে প্রচুর চিন্তিত

Image credits: FB
Bangla

সহজে কী হবে রাম-প্রিয়ার বিয়ে

আগামী এপিসোডে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩’ -দেখা আরও আকর্ষণীয় হবে৷ রাম ও প্রিয়ার বিয়ে কী সহজে হবে নাকি এতে যুবরাজ বাধা হয়ে দাঁড়াবে

Image credits: FB
Bangla

প্রিয়া-রামের আশীর্বাদের ঘোষণা হবে

বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩-র আগামী এপিসোডে দেখা যাবে শালিনী কাপুর (সুপ্রিয়া শুক্লা) প্রিয়া ও রাম আশীর্বাদের বিষয়টি ঘোষণা করবেন

Image credits: FB
Bangla

যুবরাজ, প্রিয়া-রামের আশীর্বাদকে কী নষ্ট করে দেবে

বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩-তে যুবরাজ সবার সামনে রাম ও প্রিয়ার লোক দেখানো বিয়ের পর্দা ফাঁস করার জন্য পুরোপুরি তৈরি৷ সে কী সফল হবে?

Image credits: FB
Bangla

রাম ও প্রিয়ার বিয়েতে থাকবে অনেক ট্যুইস্ট

বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩ -র এপিসোডে রাম এবং প্রিয়া-র বিয়ের বিভিন্ন নাটকীয় মোড় দেখা যাবে৷ যার কারণে তাদের বিয়ে নিয়ে তোলপাড় হবে৷

Image credits: FB
Bangla

দর্শকরা পছন্দ করেন রাম ও প্রিয়ার জুটিকে

বড়ে আচ্ছে লাগতে হ্যায় -র সিজন ৩- সব সবেই শুরু হয়েছে৷ এর আগের ২ সিজন দর্শকরা খুবই পছন্দ করেছেন৷ সকলেই আশা করছেন রাম ও প্রিয়ার জুটিকেও এবার পছন্দ করবেন দর্শকরা

Image credits: FB

Gum Hai Kisikey Pyaar Meiin: গল্প থেকে কাস্ট, সিরিয়ালে আসছে একরাশ চমক

Richest Actors: রইল বিশ্বের সব থেকে ধনী সাত অভিনেতার তালিকা

মধু মন্তেনার বিয়েতে বসেছিল চাঁদের হাট, দেখে নিন কে কে উপস্থিত ছিলেন

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন 'অনিতা ভাবী', রইল তারই ঝলক