ইশান ভাট-র চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। ২০১৩ সালে মুক্তি পায় কাই পো চে ছবিটি।
সেই বছর মুক্তি পায়ে সুদ দেশি রোম্যান্স। এই ছবিতে নজর কেড়েছিলেন সুশান্ত সিং রাজপুত।
২০১৪ সালে সরফরাজ ইউসুফের চরিত্রে নজর কাড়েন পিকে। আমির অভিনীত পিকে ছবিতে নজর কাড়েন সুশান্ত।
২০১৬ সালে মুক্তি পাওয়া এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন সুশান্ত। এটি তাঁর কেরিয়ারে এনেছিল নতুন মোড়।
কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করেন রবতা ছবিতে। ২০১৭ সালে মুক্তি পাওয়া রবতা বেশ হিট করেছিল।
২০১৮ সালে মুক্তি পায় কেদার নাথ। সারা আলির খানের সঙ্গে জুটি বেঁধে ছিল কেদারনাথ।
২০১৯ সালে মুক্তি পায় ছিঁচোরে। এটি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ছিঁচোরে।
২০১৯ সালে মুক্তি পায় সুশান্ত অভিনীত ড্রাইভ।
সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি দিল বেচারা। ২০২০ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।
২০২০ সালে ১৪ জুন সুশান্তের ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল তাঁর দেহ।
৭ টা ট্যুইস্টে 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়', ১ চালে বদলে যাবে খেলা
Gum Hai Kisikey Pyaar Meiin: গল্প থেকে কাস্ট, সিরিয়ালে আসছে একরাশ চমক
Richest Actors: রইল বিশ্বের সব থেকে ধনী সাত অভিনেতার তালিকা
মধু মন্তেনার বিয়েতে বসেছিল চাঁদের হাট, দেখে নিন কে কে উপস্থিত ছিলেন