Bangla

কালো পোশাক

কালো পোশাকে নাইসার লুক মুহূর্তে ভাইরাল হয়েছিল। ডিপ কাট ড্রেসে আকর্ষণীয় লাগছিল তাঁকে। 

Bangla

বিশেষ বন্ধু

এই ছেলেটির সঙ্গে প্রায়শই দেখা যায় নাইসাকে। এদিও কালো পোশাকেও এদিন আকর্ষণীয় দেখাচ্ছিল নাইসাকে। 

Image credits: nysa devgan instagram
Bangla

সাদা শর্টস

সাদা শর্টে পোশাকে নাইসার লুক মুহূর্তে ভাইরাল হয়েছিল। এর সঙ্গে ম্যাচিং করে নিয়েছিলেন হ্যান্ড ব্য়াগ।

Image credits: nysa devgan instagram
Bangla

লেগেঙ্গা

ওয়েস্টার্নের সঙ্গে এথনিক লুকেও আকর্ষণীয় দেখায় নাইসাকে। একবার এমন সোনালী লেগেঙ্গায় দেখা দেন অজয় কন্যা। 

Image credits: nysa devgan instagram
Bangla

পুরনো ছবি

এক সময় এমন স্টোন ওয়ার্ক করা লেগেঙ্গায় দেখা গিয়েছিল নাইসাকে। নেটজেনদের  মতে, সে সময় গ্ল্যামার দুনিয়া থেকে তিনি ছিলেন দূরে। 

Image credits: Getty
Bangla

ওয়ান পিস

রাজস্থানে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এমন গোলাপী পোশাকে দেখা যায় নাইসাকে। 

Image credits: nysa devgan instagram
Bangla

লালা লেহেঙ্গা

লাল লেগেঙ্গায়ে আকর্ষণীয় লুকে দেখা দেন নাইসা। যা দেখে ঘুম উড়েছিল ভক্তদের।

Image credits: nysa devgn instagram
Bangla

মায়ের সঙ্গে

বিদেশে পড়তে যাওয়ার আগে ঠিক এমন ছিলেন নাইসা। নিজের লুকের এমন পরিবর্তনের জন্য কোনও সার্জারির সাহায্য নিয়েছেন কি না, তা জানতে উৎসুক সকলে।  

Image credits: nysa devgn instagram
Bangla

সংস্কৃতি চর্চা কেন্দ্র

সম্প্রতি, নীতা আম্বানির সংস্কৃতি চর্চা কেন্দ্রে হাজির হন এমন পোশাকে। সিলভার পোশাক পরেছিলেন তিনি। 

Image credits: Social Media
Bangla

সিলভার পোশাকে নাইসা

নীতা আম্বানির সংস্কৃতি চর্চা কেন্দ্রে মায়ের সঙ্গে হাজির হয়েছিলেন নাইসা। ভাইরাল হয়েছিল তার এই লুক।

Image credits: Social Media

ছেলে আরিয়ানের পরিচালনায় পর্দায় আসবেন শাহরুখ

অর্পিতা ও আয়ুশের ইদ পার্টিতে ছিল চাঁদের হাট, উপস্থিত একাধিক বলি সেলেব

নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে পূজা হেগড়ে, রইল তাঁর ১০টি আকর্ষণীয় ছবি

দেখে নিন শেহনাজ গিলের ১০টি আকর্ষণীয় ছবি