Bangla

ছেলের পরিচালনা

ছেলের পরিচালনায় ক্যামেরার সামনে আসবেন শাহরুখ খান।

Bangla

পরিচালক আরিয়ান

শোনা যাচ্ছে, ছেলে আরিয়ান খান পরিচালনা করবেন বাদশাকে। 

Image credits: Virender
Bangla

ছেলের কেরিয়ার

ছেলে যে অভিনেতা হিসেবে সফল হবে না, তা আগেই বলেছিলেন শাহরুখ। 

Image credits: Virender
Bangla

অভিনেতা হওয়ার গুণ

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন অভিনেতা হওয়ার গুণ আরিয়ানের মধ্যে নেই। তিনি চান না আরিয়ান অভিনয় করুক। 

Image credits: Virender
Bangla

পরিচালক আরিয়ান

এবার অভিনয় নয়, পরিচালনা করবেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

Image credits: Virender
Bangla

বিজ্ঞাপন পরিচালনা

একটি বিজ্ঞাপন পরিচালনা করবেন আরিয়ান। যেখানে দেখা যাবে বাদশাকে। 

Image credits: Virender
Bangla

বিজ্ঞাপন মুক্তি

সম্ভবত ২৫ এপ্রিল প্রকাশ্যে আসবে আরিয়ান খানের পরিচালিত বিজ্ঞাপন।

Image credits: Virender
Bangla

ইদের শুভেচ্ছা

ইদের দিন ভক্তদের উদ্দেশ্যে মন্নতের ব্যালকনি -তে আসেন বাদশা। শুভেচ্ছা জানান সকলকে।

Image credits: Virender
Bangla

ব্যালকনিতে শাহরুখ

ছোট ছেলে আবরামকে নিয়ে মন্নতের ব্যালকনি থেকে হাত নাড়তে দেখা যায় কিং খানকে। 

Image credits: Virender

অর্পিতা ও আয়ুশের ইদ পার্টিতে ছিল চাঁদের হাট, উপস্থিত একাধিক বলি সেলেব

নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে পূজা হেগড়ে, রইল তাঁর ১০টি আকর্ষণীয় ছবি

দেখে নিন শেহনাজ গিলের ১০টি আকর্ষণীয় ছবি

বউয়ের কথা রাখতে ‘কফি উইথ করণ’-এ আসছেন রণবীর কাপুর