চলছে কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে যোগ দিয়েছেন শ্রুতি হাসান।
কান চলচ্চিত্র উৎসবে কালো রঙের ওয়ান পিসে দেখা যায় নায়িকাকে।
একেবারে আকর্ষণীয় লুকে ধরে দেন তিনি। এই পোশাকে ফোটোশ্যুট করান নায়িকা।
পর পর দুদিনই কালো রঙের পোশাকে দেখা গিয়েছে শ্রুতি হাসানকে।
একদিন পরেছিলেন কালো রঙের গ্লেজি কাপড়ে তৈরি ওয়ান পিস।
রেড কার্পেটেও তিনি হেঁটেছিলেন কালো রঙের পোশাকে।
কালো গাউনের ওপর ছিল বিশেষ ফুলের নকশা।
শ্রুতির এই গাউন উঠে আসে খবরে। এর সঙ্গে পরেছিলেন কালো জুতো।
Cannes 2023: সবুজ পালক পোশাকের পর লাল-কালো গাউনে হাজির উর্বশী
Cannes 2023: ভাইরাল কান ফিল্ম ফেস্টিভ্যালে মৌনীর লুক, রইল ছবি
মা হচ্ছেন অজয়ের 'রিল' কন্যা, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি
হলুদ অফ শোল্ডার পোশাকে শ্বেতা তিওয়ারি, ৪২-এও উপচে পড়ছে যৌবন