৪ এপ্রিল ১৯৪৯ এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পারভীন ববি। গুজরাটের জুনাগড়ের বাসিন্দা ছিলেন তিনি।
মাত্র দশ বছর বয়সে তিনি তাঁর বাবা ভ্যালি মোহাম্মদ খান বাবিকে হারান। পিতামাত্রার একমাত্র কন্যা ছিলেন তিনি।
২৩ বছর বয়সে মডেলিং কেরিয়ার শুরু করেন পারভীন ববি।
১৭৭৩ সালে তিনি চরিত্র ছবি দিয়ে ডেবিউ করেন। ১৭৭৫ সালে তিনি অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেন।
তাঁর অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে দিওয়ার, নমক হালাল, অমর আকবর অ্যান্থনি, শান-র মতো ছবিগুলো।
ফ্যাশন আইনকন হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর স্টাইল স্টেইটমেন্ট ছিল চোখে পড়ার মতো।
নানান ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পর পারভীন ববি। শারীরিক সম্পর্কে জড়ান অনেকের সঙ্গে।
মহেশ ভাট, কবীর বেদী ও ড্যানি জেনজংপার-র সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।
২২ জানুয়ারি ২০০৫ সালে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
কিং খানের গ্যারাজের ৬ বিলাসবহুল গাড়ি, যার দামে চক্ষু হবে চড়কগাছ
Pregnancy Photoshoot: দ্বিতীয়বার মা হচ্ছেন শ্লোকা, আসছে নতুন সদস্য
সোনালী পোশাকে উর্বশীর হট লুক ঘুম কাড়ল ভক্তদের
NMACC Day 2: দেখে নিন দ্বিতীয় দিন কেমন সাজে উপস্থিত হন তারকারা