সকাল থেকে খবরে রশ্মিকা মন্দানা। ২৭-এ পা দিলেন নায়িকা।
৩০-র গণ্ডি এখনও পার করেননি নায়িকা। তার আগেই মিলেছে সাফল্য।
২০১৬-তে রুপোলি দুনিয়ায় পা দিলেন দক্ষিণী বিউটি রশ্মিকা মন্দানা। অল্প সময়ের মধ্যে সাফল্য পান নায়িকা।
প্রথম ছবিতে ‘সামি সামি’ গানে রশ্মিকার গান এখনও মনে রেখেছেন দর্শকেরা। ২০১২ সালে মডেলিং-এ কেরিয়ার শুরু করে রশ্মিকা মান্দানা।
তামিল ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। কিরিটি পার্টি ছবি দিয়ে পা রাখেন ছবিতে।
‘অঞ্জনী পুত্র’, ‘ছমক’, ‘ইজমন’-র মতো একাধিক দক্ষিণী হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
তেলেগু ছবি ‘ছলো’ দিয়ে তেলেগু ছবিতে পা রাখেন তিনি।
গীত গোবিন্দম, দেবদাস, ডিয়ার কমরেড, ভীষ্ম-র মতো হিট ছবিতে কাজ করেন রশ্মিকা মান্দানা।
কিছুদিন আগে ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যায় রশ্মিকা। হাতে আছে ‘গুডবাই’, ‘অ্যানিমেল’ ছবিতে।
রুপোলী পোশাকে মা ও মেয়ের জুটি, ভাইরাল ফোটোশ্যুটের ছবি
পারভীন ববি জীবন ঘিরে ছিল নানা বিতর্ক, দেখে নিন এক ঝলকে
কিং খানের গ্যারাজের ৬ বিলাসবহুল গাড়ি, যার দামে চক্ষু হবে চড়কগাছ
Pregnancy Photoshoot: দ্বিতীয়বার মা হচ্ছেন শ্লোকা, আসছে নতুন সদস্য