সিদ্ধার্থ আনন্দের প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বাঁধতে চলেছে রেড চিলি।
এই ছবির মুখ্য ভূমিকায় থাকতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান।
‘দ্য আর্চিস’-র শ্যুট শেষ হয়নি। বর্তমানে এই প্রোজেক্ট নিয়ে ব্যস্ত সুহানা।
খুশি কাপুর, অগস্ত্য নন্দা, সুহানা খান ছাড়া একাধিক নতুন মুখ দেখা যাবে দ্য আর্চিস-এ।
এরই মাঝে নতুন কাজের সুযোগ এল সুহানা খানের কাছে।
এর আগে ছেলের নির্দেশনায় এক বিশেষ বিজ্ঞাপন শ্যুট করেছেন শাহরুখ। আরিয়ান ডি য়াভেল ডট এক্স নাম প্রসাধনী সংস্থা খুলেছেন।
তার জন্য বিজ্ঞাপন শ্যুট করেছে শাহরুখ খান। এদিকে শোনা যাচ্ছে, ডিরেক্টর হিসেবে ডেবিউ করবেন আরিয়ান।
ছেলের পর মেয়ের সঙ্গে কাজ করবেন বাদশা। রেড চিলির প্রযোজনায় ডেবিউ করবেন সুহানা। বাবার সঙ্গে কাজ করবেন সুহানা।
রইল আটটি বলিউড ছবির কথা, Drugs Addiction-র বিষয় উঠে এসেছে ছবিতে
দেখে নিন 'Project K' ছবির জন্য কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিলেন
শীঘ্রই বলিউডে ডেবিউ করবে এই আট Star Kids, দেখে নিন তালিকায় কে কে আছেন
Karan- Drisha wedding: রইল করণ-দৃশার বিয়ের কিছু অদেখা ছবি