Bangla

ভাইরাল ছবি

সাজপোশাকের কারণে প্রায়শই খবরে থাকেন জাহ্নবী কাপুর। তাঁর ফ্যাশন সেন্স সকলের নজর কাড়ে।

Bangla

জাহ্নবীর ভাইরাল লুক

নানান সময় আকর্ষণীয় পোশাকে দেখা যায় জাহ্নবীকে। 

Image credits: janhvi kapoor instagram
Bangla

আকর্ষণীয় চেহারা

তাঁর চোখের চাহনি ও আকর্ষণীয় চেহারা সব সময় উঠে আছে বলিচর্চায়।

Image credits: janhvi kapoor instagram
Bangla

খয়েরি গাউন

সদ্য খয়েরি সোনালী রঙের পোশাক পরে ফোটোশ্যুট করেছেন বনি কন্যা। বিদেশে এক শো-তে উপস্থিত হন নায়িকা।  

Image credits: janhvi kapoor instagram
Bangla

প্রাণীর থিম

প্রাণীর থিমের ওপর আয়োজিন এই অনুষ্ঠানে সোনালী ও খয়েরি রঙের ডিজাইন করা পোশাক পরেছিলেন জাহ্নবী। 

Image credits: janhvi kapoor instagram
Bangla

অনুষ্ঠানের বিশেষ অতিথি

রাজা চার্লস (তৃতীয়) এবং রানি ক্যামিলা উপস্থিত ছিলেন সেখানে। 

Image credits: janhvi kapoor instagram
Bangla

ভারতীয় তারকা

ভারত থেকে ডিজাইনার সব্যসাচী, মণীশ মালহোত্রা ও অনিতা ডোংরে যোগ দেন অনুষ্ঠানে। 

Image credits: janhvi kapoor instagram
Bangla

ডিজাইনার পোশাক

এদিন অনুষ্ঠানে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন জাহ্নবী কাপুর।

Image credits: janhvi kapoor instagram
Bangla

ভাইরাল ছবি

সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তে হয় ভাইরাল।

Image credits: janhvi kapoor instagram
Bangla

জাহ্নবী কাপুর

এমন প্রায়শই ফোটোশ্যুট করে খবরে আসেন জাহ্নবী কাপুর।

Image credits: Instagram

আসিন ছাড়াও এই ১০ তারকার ডিভোর্সের গুঞ্জন শোনা গিয়েছিল বলিপাড়ায়

১২ কেজি ওজন কমিয়ে হয়েছেন আকর্ষণীয়, রইল শেহনাজ গিলের ১০টি হট ছবি

OTT প্ল্যাটফর্মে মোটা টাকায় বিকোলেও বক্সি অফিসে তেমন সফল হয়নি ছবিগুলো

কেরিয়ার জুড়ে একের পর এক ফ্লপ ছবি, এবার কি সাফল্য পাবেন কিয়ারা?