সাজপোশাকের কারণে প্রায়শই খবরে থাকেন জাহ্নবী কাপুর। তাঁর ফ্যাশন সেন্স সকলের নজর কাড়ে।
নানান সময় আকর্ষণীয় পোশাকে দেখা যায় জাহ্নবীকে।
তাঁর চোখের চাহনি ও আকর্ষণীয় চেহারা সব সময় উঠে আছে বলিচর্চায়।
সদ্য খয়েরি সোনালী রঙের পোশাক পরে ফোটোশ্যুট করেছেন বনি কন্যা। বিদেশে এক শো-তে উপস্থিত হন নায়িকা।
প্রাণীর থিমের ওপর আয়োজিন এই অনুষ্ঠানে সোনালী ও খয়েরি রঙের ডিজাইন করা পোশাক পরেছিলেন জাহ্নবী।
রাজা চার্লস (তৃতীয়) এবং রানি ক্যামিলা উপস্থিত ছিলেন সেখানে।
ভারত থেকে ডিজাইনার সব্যসাচী, মণীশ মালহোত্রা ও অনিতা ডোংরে যোগ দেন অনুষ্ঠানে।
এদিন অনুষ্ঠানে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন জাহ্নবী কাপুর।
সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তে হয় ভাইরাল।
এমন প্রায়শই ফোটোশ্যুট করে খবরে আসেন জাহ্নবী কাপুর।
আসিন ছাড়াও এই ১০ তারকার ডিভোর্সের গুঞ্জন শোনা গিয়েছিল বলিপাড়ায়
১২ কেজি ওজন কমিয়ে হয়েছেন আকর্ষণীয়, রইল শেহনাজ গিলের ১০টি হট ছবি
OTT প্ল্যাটফর্মে মোটা টাকায় বিকোলেও বক্সি অফিসে তেমন সফল হয়নি ছবিগুলো
কেরিয়ার জুড়ে একের পর এক ফ্লপ ছবি, এবার কি সাফল্য পাবেন কিয়ারা?