Bangla

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো-র তালিকায় আছে বিগ বস। বিগ বসের ঘরে কোন তারকা কী করলেন তা জানতে সব সময় উৎসুক থাকলেন সকলে।

Bangla

কবে থেকে শুরু

১৫ অক্টোবর থেকে শুরু হবে Big Boss 17। বিগ বসের এই সিজনে কোন কোন তারকা আসতে চলেচেন তা জানতে আগ্রহী সকলে।

Image credits: instagram
Bangla

অংশগ্রহণকারীর তালিকা

সদ্য প্রকাশ্যে এল বিগ বস ১৭-র ছয় জন অংশগ্রহণকারী নাম। অঙ্কিতা থেকে আরমন মালিক দেখে নিন তালিকায় কে কে আছেন।

Image credits: instagram
Bangla

অঙ্কিতা লোখান্ডে

বিগ বসের ঘরে আসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তাঁর স্বামী ভিকি জৌনের সঙ্গে আসবেন তিনি।

Image credits: instagram
Bangla

ঐশ্বর্য শর্মা ও নীল ভাট

ঐশ্বর্য শর্মা ও নীল ভাট আসতে চলেছেন বিগ বস ১৭-র ঘরে। এই জুটিকে শীঘ্রই দেখা যাবে রিয়েলিটি শো-র পর্দায়।

Image credits: instagram
Bangla

পায়েল মালিক

ইউটিউবার পায়েল মালিক দর্শক মহলে বেশ জনপ্রিয়। শোনা যাচ্ছে বিগ বস ১৭-র ঘরে দেখা যাবে পায়েলকে।

Image credits: instagram
Bangla

ইশা মালভিয়া

টিভি তারকা ইশা মালভিয়া আসতে চলেছে বিগ বস ১৭-র ঘরে। এমনই খবর সর্বত্র।

Image credits: instagram
Bangla

অভিষেক কুমার

টেলিভিশনে বেশ জনপ্রিয় মুখ অভিষেক কুমারের। শীঘ্রই বিগ বস ১৭-র ঘরে দেখা যাবে অভিষেককে।

Image credits: instagram
Bangla

আরমন মালিক

গায়ক আরমন মালিককে দেখা যাবে বিগ বস ১৭-র ঘরে। প্রকাশ্যে আসা তালিকায় রয়েছেন আরমনের নাম।

Image credits: instagram

কপিল শর্মা থেকে সলমন- জেনে নিন জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালকদের আয় কত

সিদ্ধার্থ শুক্লা থেকে সোনালী ফোগত- সাত বিগ বস তারকা প্রয়াত হয়েছেন অসময়

ওয়েলকাম ৩ থেকে কৃষ ৪- দেখে নিন মুক্তির অপেক্ষায় কোন কোন সিক্যুয়েল ছবি

প্রকাশ্যে টাইগার ৩-র ট্রেলারের মুক্তি দিন, দেখে নিন কবে আসছেন ভাইজান