Bollywood

কবে লেখা হয়েছিল উপন্যাস

শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। যা লেখা হয়েছিল ১৯০১ সালে।

Image credits: instagram

কোন ঘটনর প্রেক্ষিতে রচিত

এক সত্য ঘটনার ওপর কেন্দ্র করে রচিত হয়েছিল এই উপন্যাস।

Image credits: instagram

সমালোচকদের প্রতিক্রিয়া

চলচ্চিত্র সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল দেবদাস।

Image credits: instagram

সলমনের টিপ্পুনি

পরিচালককে সলমন একবার মজা করে বলেছিলেন, ‘আমি খামোশি ও হাম দিল দে চুকে সনম ছবির মতো হিট দিয়েছি। তাও শাহরুখকে নিলেন।’

Image credits: instagram

শাহরুখের অভিনয়

ছবিতে মদ্যপ দৃশ্যে অভিনয় ফুটিয়ে তুলতে বাস্তবে অল্প পরিমাণ মদ খেতে হয়েছিল শাহরুখকে

Image credits: instagram

৩০ কেজির পোশাক

ডোলা রে গানের জন্য ৩০ কেজির পোশাক পরেছিলেন মাধুরী ও ঐশ্বর্য।

Image credits: instagram

লাইটম্যান ও জেনারেটর

ডোলা রে গান শ্যুট করতে ৭০০ লাইটম্যান ও ৪২ টি জেনারেটর এনেছিলেন।

Image credits: instagram

২১ বছর পার

সে যাই হোক, দেখতে দেখতে পার হল ২১ বছর।

Image credits: instagram

ছবির কাস্ট

দেবদাস ছবির প্রধান চরিত্রে ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত।

Image credits: instagram

সঞ্জয় লীলা বনসলি পরিচালনা

২০০২ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনসলি পরিচালিত ‘দেবদাস’।

Image credits: instagram