১১ বছর আগে উপসনার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন রামচরণ। ২০ জুন তাদের পরিবারে এল নতুন সদস্য।
কলেজে পড়াকালীন প্রথম সাক্ষাৎ হয় রামচরণ ও উপাসনার।
কলেজে খুব ভালো বন্ধু ছিলেন রামচরণ ও উপাসনার।
সে সময় তারা কেউই বুঝতে পারেনি একে অপরকে পছন্দ করেন।
কিন্তু, যখন রামতরণ বিদেশে পড়তে গিয়েছিলেন তখন তার প্রতি আদালা টান অনুভব করেন উপাসনা।
২০১১ সালে সেই বন্ধুত্বকে প্রেমে পরিণতি দেন রামচরণ ও উপাসনা। সাড়েন বাগদান।
২০১২ সালে ১৪ জুন বিয়ে করেন রামচরণ ও উপাসনার।
আজ বিয়ের ১১ বছর পর বাবা হলেন রাম চরণ। ঘরে এল কন্যা সন্তান।
বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
পরিবারে লক্ষ্মী আসায় খুশি দাদু চিরঞ্জীবী ও দিদা সুরেখা।
আদিপুরুষ নিয়ে ফের বিতর্ক! রামের চরিত্র করতে নাকি রাজিই ছিলেন না প্রভাস
১০ এই পাকিস্তানি নায়িকার লুক লুঠে নেবে পুরুষদের হৃদয়, চিনে নিন তাদের
শেহনাজের মুখে-চোখে অবসাদের ছোঁয়া, ছুটিতে গিয়ে ছবি পোস্ট করলেন নায়িকা
কবে বিয়ে করছেন তমন্না, ফাঁস হল গোপন রহস্য