Bangla

নতুন সদস্য

১১ বছর আগে উপসনার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন রামচরণ। ২০ জুন তাদের পরিবারে এল নতুন সদস্য।

Bangla

প্রথম দেখা

কলেজে পড়াকালীন প্রথম সাক্ষাৎ হয় রামচরণ ও উপাসনার।

Image credits: Social Media
Bangla

বন্ধুত্ব

কলেজে খুব ভালো বন্ধু ছিলেন রামচরণ ও উপাসনার।

Image credits: Social Media
Bangla

প্রেম

সে সময় তারা কেউই বুঝতে পারেনি একে অপরকে পছন্দ করেন।

Image credits: Social Media
Bangla

প্রেমের সম্পর্ক

কিন্তু, যখন রামতরণ বিদেশে পড়তে গিয়েছিলেন তখন তার প্রতি আদালা টান অনুভব করেন উপাসনা।

Image credits: Social Media
Bangla

বাগদান

২০১১ সালে সেই বন্ধুত্বকে প্রেমে পরিণতি দেন রামচরণ ও উপাসনা। সাড়েন বাগদান।

Image credits: Social Media
Bangla

বিয়ে

২০১২ সালে ১৪ জুন বিয়ে করেন রামচরণ ও উপাসনার।

Image credits: Social Media
Bangla

কন্যা সন্তান

আজ বিয়ের ১১ বছর পর বাবা হলেন রাম চরণ। ঘরে এল কন্যা সন্তান।

Image credits: upasana kamineni instagram
Bangla

নতুন সদল্য

বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

Image credits: Social Media
Bangla

খুশির হাওয়া

পরিবারে লক্ষ্মী আসায় খুশি দাদু চিরঞ্জীবী ও দিদা সুরেখা।

Image credits: upasana kamineni instagram

আদিপুরুষ নিয়ে ফের বিতর্ক! রামের চরিত্র করতে নাকি রাজিই ছিলেন না প্রভাস

১০ এই পাকিস্তানি নায়িকার লুক লুঠে নেবে পুরুষদের হৃদয়, চিনে নিন তাদের

শেহনাজের মুখে-চোখে অবসাদের ছোঁয়া, ছুটিতে গিয়ে ছবি পোস্ট করলেন নায়িকা

কবে বিয়ে করছেন তমন্না, ফাঁস হল গোপন রহস্য