Bangla

ওয়্যার

ওয়্যার মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। যশ রাজ ব্যানারে মুক্তি পেয়েছিল অ্যাকশন ফিল্ম। 

Bangla

মরদানি ২

২০১৯ সালে যশ রাজ ব্যানারে মুক্তি পায় মরদানি ২। এই ছবিটিও ব্যাপক হিট করেছিল। ছবির সাফল্য ছিল নজর কাড়া।

Image credits: instagram
Bangla

এক থা টাইগার

এক থা টাইগার মুক্তি পায় ২০১২ সালে। কবির খান পরিচালিত এই ছবিটি ব্যাপক হিট করেছিল। 

Image credits: instagram
Bangla

পাঠান

সদ্য মুক্তি পায় পাঠান। অ্যাকশন এই ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 

Image credits: instagram
Bangla

ধুম ২

ধুম ২ ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবিটিও প্রযোজনা করেন আদিত্য চোপড়া। 

Image credits: instagram
Bangla

মর্দানি

২০১৪ সালে মুক্তি পাওয়া মর্দানি ব্যাপক সাড়া ফেলেছিল। এই অ্যাকশন ছবিটি মুক্তি পায় যশ রাজ ফিল্মসের ব্যানারে। 

Image credits: instagram
Bangla

ধুম

আদিত্য চোপড়া প্রযোজিত ধুম মুক্তি পায় ২০০৪ সালে। এই ছবির সাফল্যের পর এই সিরিজের একাধিক ছবি মুক্তি পায়।  

Image credits: instagram
Bangla

টাইগার জিন্দা হ্যায়

টাইগার জিন্দা হ্যায় মুক্তি পায় ২০১৭ সালে। এই ছবিটিও ব্যাপক হিট করেছিল। 

Image credits: instagram
Bangla

গুন্ডে

২০১৪ সালে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ছবি গুন্ডে। এই ছবির সাফল্য ছিল নজর কাড়া। রেকর্ড গড়েছিল ছবিটি। 

Image credits: instagram
Bangla

ধুম ৩

ধুম ৩ মুক্তি পায় ২০১৩ সালে। এই ছবিটিও ব্যাপক সাড়া ফেলেছিল। 

Image credits: instagram

Bolly-Actress: সিনেমা প্রতি ক্যাটরিনা-দীপিকারা কত টাকা নেন

Diwali: সুহানা থেকে কৃতি- রইল সেলেবদের দিওয়ালি লুক, দেখে নিন এক ঝলকে

Tiger 3 Release: কেন দীপাবলির উৎসবেই মুক্তি পাচ্ছে 'টাইগার ৩'?

একা রশ্মিকা নন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এই সকল তারকার ডিপফেক ভিডিও