Bangla

সবথেকে ফ্লপ ছবি!

ভারতের সবথেকে ফ্লপ ছবি। ৪৫ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল। কিন্তু আয় করেছিল মাত্র ১ লক্ষ টাকা।

Bangla

ছবির স্টারকাস্ট

এই ছবিতে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর ও ভূমি পেদনেকার। ছবির নাম লেডিকিলার। পরিচালক অজয় বাহল।

Image credits: social media
Bangla

রেটিং

আইমডিবির রেটিং সবথেকে তলায় রয়েছে লেডিকিলার। এই ছবির ভাগ্য জুটেছিল মাত্র ১ রেটিং। প্রথম দিনের আয় মাত্র ৩৬ হাজার টাকা।

Image credits: social media
Bangla

লেডিকিলারে রেকর্ড

আয়ের দিক থেকে এই ছবি যেমন রেকর্ড করেছে তেমনই এই ছবির রেটিংও ছিল সবথেকে কম। এত কম রেটিংএর রেকর্ড আর কোনও হিন্দি ছবির নেই।

Image credits: Youtube
Bangla

বড় বাজেটের ছবি

চলতি বছর পয়লা নভেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। কিন্তু মাত্র ১০ দিনের মধ্যেই এই ছবি হল থেকে উধাও হয়ে গেছে।

Image credits: Youtube
Bangla

লাভ থ্রিলার

গল্পে প্রেম, থ্রিলার রয়েছে। আর রয়েছে চরম যৌন আবেদন। তারপরেও দর্শক টানতে ব্যর্থ লেডিকিলার।

Image credits: Youtube
Bangla

পরিচালকের সাফাই

পরিচালক জানিয়েছেন যেভাবে গল্প সাাজিয়েছিলেন তার অর্ধেকও শ্যুট করতে পারেননি।

Image credits: Youtube
Bangla

ছবি মুক্তি

ভারতের গুটিকয়েক সিনেমা হলেই মুক্তি পেয়েছে লেডিকিলার। তাই মুখ থুবড়ে পড়েছেন।

Image credits: Youtube
Bangla

৫০০ টিকিট বিক্রি

গোটা দেশে লেডিকিলারের মাত্র ৫০০টি টিকিট বিক্রি হেয়েছে। প্রথম ৮ দিনে আয় ১ লক্ষ টাকা।

Image credits: Youtube
Bangla

ফ্লপ হিরো

এবারও ফ্লপ হিরোর তাকমা থেকে বেরিয়ে আসতে পারলেন না অর্জুন কাপুর। ভূমিরও অবস্থা এই ছবির পর শোচনীয়

Image Credits: social media