ভারতের সবথেকে ফ্লপ ছবি। ৪৫ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল। কিন্তু আয় করেছিল মাত্র ১ লক্ষ টাকা।
এই ছবিতে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর ও ভূমি পেদনেকার। ছবির নাম লেডিকিলার। পরিচালক অজয় বাহল।
আইমডিবির রেটিং সবথেকে তলায় রয়েছে লেডিকিলার। এই ছবির ভাগ্য জুটেছিল মাত্র ১ রেটিং। প্রথম দিনের আয় মাত্র ৩৬ হাজার টাকা।
আয়ের দিক থেকে এই ছবি যেমন রেকর্ড করেছে তেমনই এই ছবির রেটিংও ছিল সবথেকে কম। এত কম রেটিংএর রেকর্ড আর কোনও হিন্দি ছবির নেই।
চলতি বছর পয়লা নভেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। কিন্তু মাত্র ১০ দিনের মধ্যেই এই ছবি হল থেকে উধাও হয়ে গেছে।
গল্পে প্রেম, থ্রিলার রয়েছে। আর রয়েছে চরম যৌন আবেদন। তারপরেও দর্শক টানতে ব্যর্থ লেডিকিলার।
পরিচালক জানিয়েছেন যেভাবে গল্প সাাজিয়েছিলেন তার অর্ধেকও শ্যুট করতে পারেননি।
ভারতের গুটিকয়েক সিনেমা হলেই মুক্তি পেয়েছে লেডিকিলার। তাই মুখ থুবড়ে পড়েছেন।
গোটা দেশে লেডিকিলারের মাত্র ৫০০টি টিকিট বিক্রি হেয়েছে। প্রথম ৮ দিনে আয় ১ লক্ষ টাকা।
এবারও ফ্লপ হিরোর তাকমা থেকে বেরিয়ে আসতে পারলেন না অর্জুন কাপুর। ভূমিরও অবস্থা এই ছবির পর শোচনীয়
ধুম থেকে পাঠান- যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ১০ অ্যাকশন ছবি গড়েছে রেকর্ড
Bolly-Actress: সিনেমা প্রতি ক্যাটরিনা-দীপিকারা কত টাকা নেন
Diwali: সুহানা থেকে কৃতি- রইল সেলেবদের দিওয়ালি লুক, দেখে নিন এক ঝলকে
Tiger 3 Release: কেন দীপাবলির উৎসবেই মুক্তি পাচ্ছে 'টাইগার ৩'?