Bangla

অমিতাভ বচ্চন

যদিও পর্দায় অভিনয় করার সময় বহুবার তাঁকে মদ্যপের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে কিন্তু আসল জীবনে উনি মদ সিগারেট এমনকী ননভেজ খাবার এগুলি ছুঁয়েই দেখেন না।

Bangla

অক্ষয় কুমার

অক্ষয় কুমারও আসল জীবনে মদ্যপান, সিগারেট ও ননভেজ খাবার খান না। আর উনি কতটা ফিটনেস ফ্রিক একথা আর বলার প্রয়োজন পড়ে না।

Image credits: instagram
Bangla

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন বলিউডের একজন জনপ্রিয় এবং ফিটনেস ফ্রিক অভিনেত্রী। তিনিও নিজেকে ফিট রাখার জন্য এই ধরণের নেশার বস্তু থেকে দূরে থাকেন।

Image credits: our own
Bangla

পরিনীতি চোপড়া

সদ্য বিবাহিত পরিনীতি কাজের প্রথম সময় থেকেই নিজেক সব সময় ফিট রেখেছেন। এর জন্য সব সময় তিনি অত্যন্ত নিয়ম মেনেই নিজের লাইফস্টাইল সেট করেছেন যেখানে এই নেশার দ্রব্যের কোনও জায়গা নেই।

Image credits: Instagram
Bangla

সোনু সুদ

যখন ফিট ও হেলদি লাইফস্টাইলের কথা আসে তখন অক্ষয়ের পাশাপাশি সোনু সুদের নামটাও অবশ্যই রাখা উচিত।

Image credits: Social Media
Bangla

শিল্পা শেট্টি

বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক শিল্পার কথা না বললেই নয়। বিষয় যখন ফিটনেস নিয়ে তার সঙ্গে কোনভাবেই কমপ্রোমাইস করতে নারাজ শিল্পা

Image credits: Instagram
Bangla

সোনাক্ষি সিনহা

বলিউডের আরও একজন অভিনেত্রী যিনি অত্যন্ত ডিসিপ্লিন মেইনটেইন করেন, তাই তিনি যেকোনও ধরণের নেশার থেকে দূরে থাকেন

Image credits: misho_designs Instagram
Bangla

জন আব্রাহাম

বলিউডের হাঙ্ক মনে করেন জীবনে ডিসিপ্লিন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তিনি ভেগান হওয়ার পাশাপাশি মদ্যপান, সিগারেট ছুঁয়ে দেখেন না।

Image credits: Insta
Bangla

সিদ্ধার্ত মালহোত্রা

কয়েকটি ইন্টারভিউতে সিদ্ধার্ত-কে বলতে শোনা গিয়েছে যে, তিনি কয়েকবাক মদ্যপান করলেও এখন এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করছেন।

Image credits: insta

অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে এই কয়টি বলিউড ছবি, দেখে নিন কী কী

এই পাঁচ পরিচালকের ছবি ১০০০ কোটির ব্যবসা করে গড়েছে রেকর্ড , রইল তালিকা

Sridevi Death: শ্রীদেবীর মৃত্যুর পিছনে কি তাঁর স্বামী বনি কাপুরই দায়ী?

বিয়ের পর অভিনয় জগত থেকে বিদায় নিয়েছিলেন এই সকল নায়িকা, রইল তালিকা