যদিও পর্দায় অভিনয় করার সময় বহুবার তাঁকে মদ্যপের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে কিন্তু আসল জীবনে উনি মদ সিগারেট এমনকী ননভেজ খাবার এগুলি ছুঁয়েই দেখেন না।
অক্ষয় কুমারও আসল জীবনে মদ্যপান, সিগারেট ও ননভেজ খাবার খান না। আর উনি কতটা ফিটনেস ফ্রিক একথা আর বলার প্রয়োজন পড়ে না।
দীপিকা পাডুকোন বলিউডের একজন জনপ্রিয় এবং ফিটনেস ফ্রিক অভিনেত্রী। তিনিও নিজেকে ফিট রাখার জন্য এই ধরণের নেশার বস্তু থেকে দূরে থাকেন।
সদ্য বিবাহিত পরিনীতি কাজের প্রথম সময় থেকেই নিজেক সব সময় ফিট রেখেছেন। এর জন্য সব সময় তিনি অত্যন্ত নিয়ম মেনেই নিজের লাইফস্টাইল সেট করেছেন যেখানে এই নেশার দ্রব্যের কোনও জায়গা নেই।
যখন ফিট ও হেলদি লাইফস্টাইলের কথা আসে তখন অক্ষয়ের পাশাপাশি সোনু সুদের নামটাও অবশ্যই রাখা উচিত।
বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক শিল্পার কথা না বললেই নয়। বিষয় যখন ফিটনেস নিয়ে তার সঙ্গে কোনভাবেই কমপ্রোমাইস করতে নারাজ শিল্পা
বলিউডের আরও একজন অভিনেত্রী যিনি অত্যন্ত ডিসিপ্লিন মেইনটেইন করেন, তাই তিনি যেকোনও ধরণের নেশার থেকে দূরে থাকেন
বলিউডের হাঙ্ক মনে করেন জীবনে ডিসিপ্লিন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তিনি ভেগান হওয়ার পাশাপাশি মদ্যপান, সিগারেট ছুঁয়ে দেখেন না।
কয়েকটি ইন্টারভিউতে সিদ্ধার্ত-কে বলতে শোনা গিয়েছে যে, তিনি কয়েকবাক মদ্যপান করলেও এখন এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করছেন।