Bangla

রাঘব-পরিণীতি

একজন নামজাদা অভিনেত্রী। অন্যজন আম আদমি পার্টির নেতা। রাঘব চান্ডা ও পরিণীতি চোপড়ার প্রেমের গুঞ্জন সর্বত্র।

Bangla

বাগদান

দীর্ঘজল্পনার অবসান ঘটিয়ে বাগদানের দিন প্রকাশ্যে এনেছেন পরিণীতি ও রাঘব।

Image credits: Getty
Bangla

বাগদানের দিন

১৩ মে নয়াদিল্লিতে বাগদান সারবেন পরিণীতি ও রাঘব।

Image credits: Getty
Bangla

ডেটিং

বিয়ের আগে প্রায়শই পাপারৎজিদের ক্যামেরা বন্দী হচ্ছেন রাঘব-পরিণীতী।

Image credits: Getty
Bangla

একান্তা রাঘব-পরিণীতি

এর আগেও দুজনকে একাধিকবার একান্তে দেখা গিয়েছে। ফের দেখা গেল তাঁদের।

Image credits: Getty
Bangla

খেলার মাঠ

সম্প্রতি, এক সঙ্গে আইপিএল -র মাঠে দেখা গিয়েছে পরিণীতি ও রাঘবকে।

Image credits: Twitter
Bangla

ম্যাচ

পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে হাজির হয়েছিলেন রাঘব ও পরিণীতি।

Image credits: Getty
Bangla

ডিনার ডেট

মুম্বইতে ডিনার ডেটে দেখা দিয়েছে এই হবু জুটিকে।

Image credits: Instagram
Bangla

লাঞ্চ ডেট

লাঞ্চ ডেটে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরা বন্দী হয়েছেন তাঁরা।

Image credits: Getty
Bangla

সম্পর্ক

লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একসঙ্গে পড়াশোনা করতেন তারা। সেই থেকে প্রেম। এবার তা পরিণতি পাওয়ার পালা।

Image credits: Getty

২০৮ কোটির নেকলেস, প্রিয়াঙ্কার গলার হার নজর কাড়ল সকলের

পাঁচ বলি অভিনেত্রী বিকিনি লুকে নেট দুনিয়ায় ছড়িয়েছেন উষ্ণতার ছোঁয়া

স্থির হল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা-র বাগদানের দিন, রইল দিনক্ষণ

অনুষ্ঠিত হল Met Gala, দেখে নিন কেমন পোশাকে হাজির হয়েছিলেন তারকারা