Bangla

ফ্যাশন স্টেটমেন্টে নজির

বলিউডে প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অভিনয়ে নিজের জায়গা না পাকালেও সেক্সি বোল্ড অবতারে এবং ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের রাতের ঘুম উড়িয়ছেন বলি ডিভা সোনম কাপুর।

Bangla

বোল্ড অবতারে সোনম

সোনম কাপুর কখনওই ফ্যাশন স্টেটমেন্ট করতে পিছপা হন না, তা র‌্যাম্পে হোক বা যে কোন অনুষ্ঠানে। মা হওয়ার পর প্রথম বোল্ড অবতারে নজর কেড়েছেন সোনম কাপুর।

Image credits: instagram
Bangla

সাকসা কিন্নির ডিজাইনার পোশাকে সোনম

ডিজাইনার পোশাকে নিজেকে মেলে ধরেছেন সোনম কাপুর । ডিজাইনার সাকসা কিন্নির অসাধারণ পোশাকে নিজেকে মেলে ধরেছেন সোনম কাপুর। যা দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা।

Image credits: instagram
Bangla

বড় সাইজের কানের দুলে গর্জিয়াস সোনম

ডিজাইনার জ্যাকেটের সঙ্গে গর্জিয়াস বড় কানের দুল পরেছেন সোনম কাপুর। বড় সাইজের কানের দুলে আরও বেশি গর্জিয়াস লাগছে সোনমকে।

Image credits: instagram
Bangla

ডিজাইনার জ্যাকেটের দাম ৭৮ হাজার টাকা

ভি-নেকে হট ক্লিভেজ উন্মুক্ত করে ছবিতে পোজ দিয়েছেন সোনম কাপুর। সোনমের কাপুরের ডিজাইনার এই জ্যাকেটের দাম ৭৮ হাজার টাকা।

Image credits: instagram
Bangla

'Nike'-এর জুতো পরে সাজ কমপ্লিট সোনমের

মিররের সুক্ষ্ম কাজ করা এমব্রয়ডারি জ্যাকেটের সঙ্গে 'Nike'-এর জুতো পরে সাজ কমপ্লিট করেছেন সোনম কাপুর। খোলা চুলে লাস্যময়ীর সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা।

Image credits: instagram
Bangla

বোল্ড অ্যাটায়ারে সোনম

কালো রঙের হাই থাই স্লিট ড্রেসের সঙ্গে গর্জিয়াস মেক আপ করেছেন সোনম কাপুর। মা হওয়ার পর সোনমের এই বোল্ড লুক দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা।

Image credits: instagram
Bangla

খোলা চুলে লাস্যময়ী সোনম

চোখে মুখে স্পষ্ট মাতৃত্বের আভা। শরীরেও বদল এসেছে অনেক। মা হওয়ার পর হট ছবিতে একের পর এক পোজ দিয়েছেন বলি অভিনেত্রী সোনম কাপুর । মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Image credits: instagram

সলমন খানকে প্রাণনাশের হুমকি মেল, যোধপুর থেকে গ্রেফতার অভিযুক্ত

খোলা পিঠ,শরীরের খাঁজে ট্যাটু, সেক্সবম্ব মালাইকার যৌবনে দিশেহারা ভক্তরা

মা-বাবা নয়, বরং বাড়ির পরিচারকদের নিয়মিত পা ছুঁয়ে প্রণাম করেন রশ্মিকা

টিনসেল টাউনের অন্যতম পাওয়ার কাপল দীপবীরের বিচ্ছেদের গুঞ্জন