Bangla

ফের খুনের হুমকি সলমনকে

এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলিউড সুপারস্টার সলমান খান। ই-মেইলের মাধ্যমে তাকে এই হুমকি পাঠানো হয়েছে।

Bangla

তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এই ঘটনায় লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানতে পেরেছিল যে ইমেলটি পাঠিয়েছিলেন বিষ্ণোই গ্যাং সদস্য ধকদ রাম।

Image credits: Getty
Bangla

হুমকিদাতাকে গ্রেফতার

যে হুমকি মেল পাঠিয়েছে, সে যোধপুরের সিয়াগো কি ধানির বাসিন্দা। তাকে গ্রেফতার করেছে পুলিশ

Image credits: Getty
Bangla

'দাবাং' খানকে প্রাণনাশের হুমকি দেওয়ায় হইচই

এই খবর সামনে আসতেই সিনেমা জগতসহ ইন্টারনেটে আলোড়ন পড়ে যায়। অভিনেতার বাড়ির বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

Image credits: Getty
Bangla

আলোচনায় সল্লু ভাই

একদিকে তার বহুল প্রতীক্ষিত ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' মুক্তি পেতে চলেছে। অন্যদিকে ভাইজান হুমকির ই-মেইল পাচ্ছেন

Image credits: Getty
Bangla

দুদিন আগেই হুমকি

সলমন দুদিন আগে একটি হুমকিমূলক ইমেল পেয়েছিলেন, যাতে লেখা ছিল যে তেরা হাল ভি মুসেওয়ালা জাইসা হোগা

Image credits: Getty
Bangla

অভিযুক্ত ব্যক্তি আগেও অপরাধ করেছে

প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার পরিবারকেও হুমকি দিয়েছিল অভিযুক্ত। তার পরে পঞ্জাব পুলিশও সেই ব্যক্তিকে খুঁজছিল

Image credits: Getty
Bangla

পুলিশকে জানানো হয়

হুমকিমূলক ই-মেইলটি অভিনেতার ম্যানেজার প্রশান্ত গুঞ্জালকার বান্দ্রা পুলিশকে জানান। বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে মুম্বই পুলিশ সালমান খানের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়িয়েছিল।

Image credits: Getty

খোলা পিঠ,শরীরের খাঁজে ট্যাটু, সেক্সবম্ব মালাইকার যৌবনে দিশেহারা ভক্তরা

মা-বাবা নয়, বরং বাড়ির পরিচারকদের নিয়মিত পা ছুঁয়ে প্রণাম করেন রশ্মিকা

টিনসেল টাউনের অন্যতম পাওয়ার কাপল দীপবীরের বিচ্ছেদের গুঞ্জন

Pradreep Sarkar: প্রয়াত পরিণীতার পরিচালক, এক নজরে প্রদীপ