এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলিউড সুপারস্টার সলমান খান। ই-মেইলের মাধ্যমে তাকে এই হুমকি পাঠানো হয়েছে।
Bollywood Mar 26 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
এই ঘটনায় লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানতে পেরেছিল যে ইমেলটি পাঠিয়েছিলেন বিষ্ণোই গ্যাং সদস্য ধকদ রাম।
Image credits: Getty
Bangla
হুমকিদাতাকে গ্রেফতার
যে হুমকি মেল পাঠিয়েছে, সে যোধপুরের সিয়াগো কি ধানির বাসিন্দা। তাকে গ্রেফতার করেছে পুলিশ
Image credits: Getty
Bangla
'দাবাং' খানকে প্রাণনাশের হুমকি দেওয়ায় হইচই
এই খবর সামনে আসতেই সিনেমা জগতসহ ইন্টারনেটে আলোড়ন পড়ে যায়। অভিনেতার বাড়ির বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
Image credits: Getty
Bangla
আলোচনায় সল্লু ভাই
একদিকে তার বহুল প্রতীক্ষিত ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' মুক্তি পেতে চলেছে। অন্যদিকে ভাইজান হুমকির ই-মেইল পাচ্ছেন
Image credits: Getty
Bangla
দুদিন আগেই হুমকি
সলমন দুদিন আগে একটি হুমকিমূলক ইমেল পেয়েছিলেন, যাতে লেখা ছিল যে তেরা হাল ভি মুসেওয়ালা জাইসা হোগা
Image credits: Getty
Bangla
অভিযুক্ত ব্যক্তি আগেও অপরাধ করেছে
প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার পরিবারকেও হুমকি দিয়েছিল অভিযুক্ত। তার পরে পঞ্জাব পুলিশও সেই ব্যক্তিকে খুঁজছিল
Image credits: Getty
Bangla
পুলিশকে জানানো হয়
হুমকিমূলক ই-মেইলটি অভিনেতার ম্যানেজার প্রশান্ত গুঞ্জালকার বান্দ্রা পুলিশকে জানান। বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে মুম্বই পুলিশ সালমান খানের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়িয়েছিল।